আসলে কারা বিকৃত করে ইসলাম পালন করছেন??
লিখেছেন লিখেছেন saifu islam ১৮ আগস্ট, ২০১৮, ১০:০৪:৪৪ রাত
দেশের কিছু শীর্ষ স্থানীয় আলেমের
জামায়াত শিবিরের বিরোধীতা খুবই দুঃখজনক;
সাধারণ মানুষ তাদের কথায় জামায়াত-শিবির কে ভুল বুঝতে পারে এটাই স্বাভাবিক,
কারন মানুষ তাদের শ্রদ্ধা করে।
মাও শফি সাহেব বলেছেন জামায়াত শিবিরের ইসলাম নাকি বিকৃত ইসলাম! শামীম আফজল সাহেবের একই বিরোধীতা।
তর্কের খাতিরে ধরে নিলাম তাঁদের কথা সত্য কিন্তু প্রশ্ন হচ্ছে?
আল্লাহ রাব্বুল আলামিন তাঁর রাসুল সাঃ কে কি উদ্দেশ্যে জমিনে প্রেরন করেছেন আল্লাহ তো কোরআন পাকে তা বলেছেন।
(তিনি সেই স্বত্বা যিনি তাঁর রাসুল সাঃ কে দ্বীনে হক্ এবং হেদায়াত সহ জমিনে প্রেরন করেছেন সমস্ত দ্বীনের উপর আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য ।সুরা- আস্-সফ) আজ অবদি জামায়াতের বিরোধীতা কারী এত বড বড় কোন আলেমের কাছ কোন ওয়াজে কেন শুনা যায় নাই কেন তারা বলে না এই কথা গুলি।
উম্মতে মোহাম্মাদীরই বা দায়িত্ব কি? কেন তারা ওয়াজে এই কথা গুলি মানুষকে বলেন না?
শুধু কিচ্ছা কাহিনীর ওয়াজ কেন করেন? সমাজে ন্যায় প্রতিষ্টার জন্য রাসুল সাঃ সাহাবায়ে কেরাম রাঃ কে সাথে নিয়ে দীর্ঘ ২৩ বছর ন্যায় প্রতিষ্টার চেষ্টা করেন নাই? যে সমাজে সুদ, ঘুষ, মদ জুয়া উলঙ্গপনা ব্যভিচার ছিল তা পরিবর্তনের চেষ্টা করেন নাই?
আজ কেন তারা এসব থেকে বিমুখ? কেন তারা সে প্রচেষ্টা করেন না? সুদ ঘোষ ব্যাভিচার মদ জুয়া এই আইন কে মেনে নিয়ে চলা কি বিকৃত ইসলাম নয়?
আর যারা সত্যিকার ভাবে রাসুল সাঃ এবং সাহাবায়ে কেরাম রাঃ এর পথ ধরে চলার চেষ্টা করছেন তাদের ইসলাম নাকি বিকৃত !!
জেনে বুঝে যারা সঠিক জিনিসের বিরোধিতা করছেন সামান্য দুনিয়ার স্বার্থে,
চিন্তা করা দরকার আসলে তাদের ইসলাম বিকৃত নাকি সঠিক ?
আল্লাহ তাদের মন মানষিকতাকে পরিশুদ্ধ করুন।
বিষয়: বিবিধ
১০৫৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন