আদর্শ একমাত্র রাসুল সাঃ;
লিখেছেন লিখেছেন saifu islam ১৯ মার্চ, ২০১৮, ০৩:৪৩:২৯ দুপুর
আল্লাহ বলেছেন, তোমাদের জন্য আদর্শ একমাত্র রাসুল সাঃ,
রাসুল সাঃ এর আদর্শ বাদ দিয়ে যারা অন্য ব্যক্তির আদর্শকে নিজের জীবনের আদর্শ হিসাবে ঘোষনা দেন তারা কিভাবে রাসুল এর অনুস্বারী?
অনুস্বারী জাতির দলের আরবী হল উম্মত, যে জাতি বা দল যার আদর্শকে অনুস্বরন করবে তার উম্মত বা অনুস্বারী হবে সে জাতি বা দল।
অন্য কোন ব্যক্তির অনুস্বারী হয়ে কি ভাবে মুসলমান হওয়া যায়? এটা ভাবা দরকার যদি নিজেকে মুসলিম বলে দাবী করেন!
আদর্শতো তা যাকে সত্য বলে অনুস্বরন অনুকরন করে আখেরাতের জীবনে সফলতা আসবে।
এটাকি বুঝে বলা হয়, নাকি হুজুগের বসে?
যারা বলছেন কি বলছেন ভেবে বলা দরকার।
বিষয়: বিবিধ
৯৪৬ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন