উপজেলার নামে জেলা নয়
লিখেছেন লিখেছেন আলমগীর ইমন ১৯ মার্চ, ২০১৮, ০৯:৩৬:০৬ রাত
লোকমুখে শোনা যাচ্ছে আগামি ২১ মার্চ
লোহাগাড়া-সাতকানিয়া-চন্দনাইশ-আনোয়ারা-বোয়ালখালী-বাঁশখালীসহ মোট ৭ উপজেলা নিয়ে 'পটিয়া জেলা' ঘোষণা করতে যাচ্ছে বর্তমান সরকার।
আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
কোনো উপজেলার নামে জেলা ঘোষণা করা হলে তা কিছুকেই মেনে নেবে না ঐ উপজেলার মানুষগুলো ব্যতিত আরও ছয় উপজেলার অন্তত ২০ লাখ জনগণ। এখন আমরা ভালোই আছি। মনে হয় না বিভক্তি আর নামবিভ্রাট নিয়ে নতুন করে সরকারকে সমালোচনায় পড়া উচিৎ। শুধু সমালোচনাতেও সীমাবদ্ধ থাকতে কিনা কিভাবে নিশ্চয়তা দেই? কিছু মানুষকে খুশি করতে গিয়ে বিশ লাখ জনগণ ক্ষেপলে কীরূপ পরিস্থিতি হতে পারে- অকল্পনীয়!
যদি বিষয়টি এমন হয় যে, চট্টগ্রাম জেলাটি অনেক বড় হয়ে গেছে, প্রশাসনিক কাজ বেড়ে গেছে, বিকেন্দ্রীকরণ প্রয়োজন; তাহলে ভিন্ন কথা। সেক্ষেত্রে চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণ নামে ভাগ করা যেতে পারে। তবুও কোনো উপজেলার নামে জেলার নামকরণ নয়।
চট্টগ্রাম/১৯.০৩.২০১৮
বিষয়: বিবিধ
৮৯৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন