রাঙামাটির অসহায় মানুষদের পাশে সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম
লিখেছেন লিখেছেন আলমগীর ইমন ২৫ জুন, ২০১৭, ০৬:০৬:৪৪ সকাল
বিগত ১৩ জুন প্রবল বর্ষণের ফলে রাঙামাটি জেলার ভেদভেদী, রাঙাপানি, কাঠখালীর বিভিন্ন স্থানে পাহাড়ধ্বসে দেড়'শতাধিক মানুষের মৃত্যু হয়। হতাহতের সংখ্যা আরও বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পরিবার। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। আকাশচুম্বি দ্রব্যমূল্য দিশেহারা ক্ষতিগ্রস্ত জনগণ। এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষে সরকারি কমার্স কলেজ, চট্টগ্রামের কিছু শিক্ষার্থী টাকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে। তারা সবাই ঐ কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিবিএ চতুর্থ ব্যাচের শিক্ষার্থী। সুমনা দে তিথি, তকরিমুল মোস্তফা, রিদওয়ানুল ফেরদৌস, মোহাম্মদ সোহেল, আব্দুল হাই শাহিন, নাজনীন হাকিম তামান্না, সাজ্জাদ হোসেন, সামিহা খান প্রমুখের ক'দিনের সংগ্রহ ৫১,৩০০ টাকা। রাঙামাটির ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরনে অংশগ্রহনের লক্ষ্যে তাদের পক্ষ থেকে সংগৃহীত অর্থের ৪৪,৮০০ টাকা গতকাল ২৪ জুন'১৭ ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, খাতুনগঞ্জ শাখায় (চট্টগ্রাম) রাঙামাটি জেলা প্রশাসন নির্ধারিত তহবিলে (চলতি হিসাব নং- ২৮১৩০৪) পরিশোধ করেছে। অবশিষ্ট ৬৫০০ টাকা বিকাশ লিমিট অতিক্রম হওয়ায় উত্তোলন করা সম্ভব হচ্ছে না বিধায় টিমের সিদ্ধান্ত মোতাবেক ঈদের পর ব্যাংকটির একই শাখায় জমা দেয়া হবে। এতো রাঙামাটির ক্ষতিগ্রস্ত কিছুটা হলেও উপকার হবে বলে বিশ্বাস করে শিক্ষার্থীদের ঐ টিম।
বিষয়: বিবিধ
৯৮৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো , অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন