সরকারি কমার্স কলেজ ব্যবস্থাপনা বিভাগের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত
লিখেছেন লিখেছেন আলমগীর ইমন ১৫ জুন, ২০১৭, ০১:৫১:২৫ রাত
বিবিএ (ব্যস্থাপনা) চতুর্থ ব্যাচের উদ্যোগে সরকারি কমার্স কলেজ, চট্টগ্রামের ব্যবস্থাপনা বিভাগের ইফতার সন্ধ্যা আজ ১৪ জনু'১৭, বুধবার নগরীর বাণিজ্য কেন্দ্র আগ্রাবাদস্থ ঘরনা রেস্তোরায় নিরিবিলি পরিবেশে অনুষ্ঠিত হয়। জনাব নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার সন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহম্মদ শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন একই বিভাগের সহযোগী অধ্যাপক জনাব নাসিম ফারহানা শিরিন। সুমনা দে তিথির সঞ্চলনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ শওকত আলী, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জনাব ফারুক আহমেদ মজুমদার, জনাব মোস্তাক মোহাম্মদ মুরাদ এবং জনাব আব্দুল্লাহ আল মামুন।
আয়োজক কমিটির সদস্যবৃন্দরা হলেন- আলমগীর ইমন, তকরিমুল মোস্তফা, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ সোহেল, আব্দুল হাই শাহিন, সুমনা দে তিথি, নাজনীন হাকিম তামান্না এবং সামিহা খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তুষার, তারেক, সাজেদ, তাহমিনা, পিংকি, শারমিন, আনকা, নাজমুল, শামিমা, অনুপম, সঞ্জয়, জাকিয়া, নীলা, মুনিয়া, সাকিব, ফাহমিদা, আফরিনা, কুলসুমা, সালমা, ইয়াজদীন, বিথী, সুমাইয়া, বিউটি প্রমুখ।
প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ শাহ আলম আয়োজনের ভূয়োশি প্রশংসা করেন। বলেন, "এ আয়োজন যেভাবে সুন্দর করেছো, তোমাদের জীবনও অনুরূপ সুন্দর করো।" বিশেষ অতিথি জনাব নাসিম ফারহানা শিরিনও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। ইফতার সন্ধ্যার সভাপতি জনাব নুরুল ইসলাম চৌধুরী আয়োজকদের এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিক্ষার্থীদেরকে পরীক্ষায় ভালো ফলাফল করার তাগিদ দেন। ইফতারি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানা হয়।
বিষয়: বিবিধ
৯৭৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন