সেলেব্রিটি
লিখেছেন লিখেছেন আলমগীর ইমন ১৩ জানুয়ারি, ২০১৭, ০২:২০:২৯ দুপুর
আলমগীর ইমন||
'কেমন আছেন? দেখলে কথা বলেন না!
একটা বার্থডে ওয়িশও করলেন না আমাকে!
জানি, আপনারা সেলেব্রেটি মানুষ!
কথা কেনো বলবেন আমাদের সঙ্গে?'
আমি জানি না, সেলেব্রিটির নির্দিষ্ট সংজ্ঞা কী?
তবে সেলেব্রেটি বলতে যদি তাদের বোঝায়-
যাদের একটি অটোগ্রাফ নিতে সারি বাঁধে লোকে
কিংবা সঙ্গে একটি সেলফি নিতে মরিয়া হয়ে উঠে!
তাহলে আমি সেলেব্রিটি নই, বৃষ্টি!
বরঞ্চ তুমিই সেলেব্রিটি, তুমিই নায়িকা।
আমার ইচ্ছে হলে দু-এক কলম লিখি
হয়তো মনের রঙ ফুটিয়ে তুলতে পারি কিংবা না
লোকে পড়ে বাহবা দেয়!
আরে আমাকে না, তারা শুধু লিখে পড়ে মুগ্ধ হয়
এ লিখার উৎস কী? কে লিখেছে?
এসব খুঁজার সময় আছে নাকি তাদের?
বৃষ্টি, শোন। যারা মনের রূপ নয়, সঠিকভাবে
শরীরের রূপ প্রদর্শন করতে পারে তারাই সেলেব্রেটি!
কেমন আছি জানি না! হয়তো ভালো কিংবা না।
সে দিন ওয়িশ করলাম, কবিতা লিখেই ওয়িশ করলাম
কিন্তু কোনো প্রতিত্ত্যুর পেলাম না!
তাহলে বলো, কিভাবে বলবো? কিভাবে বলতে হয়?
মাঝে মাঝে তোমাকে লিখতে ইচ্ছে হয়, খুব ইচ্ছে হয়
কিন্তু কিভাবে লিখতে হবে বুঝে উঠতে পারি না!
লিখতে বসে যদি ঠাকুরদা'র চিঠি মতো চিঠি হয়ে যায়
যদি আমাকে খুব সেকেলে ভাবতে শুরু করো!
তাই ভয়ে আর লিখা হয় না, ইচ্ছেকে খাঁচায় বন্ধি রাখি!
বিষয়: সাহিত্য
১০৭৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন