অযথা বিরোধীতা করা ন্যায় নয়;

লিখেছেন লিখেছেন saifu islam ৩০ নভেম্বর, ২০১৮, ০২:২৪:২৪ দুপুর

জামায়াতে ইসলামীর বিরোধী করার কারন কি তাদের উত্তান?

--------

জামায়াতে ইসলামীকে ভয় কেন করেন?

যদি বলেন ভয় করেন না! তাহলে এত বিরোধীতা করেন কেন?

বিরোধীতাতো তাদেরই করা হয় যাদের উত্তানে ভয় হয়।

জামায়াতকে জানার বুঝার চেষ্টা করে বিরোধীতা করুন।

বিশেষ করে যারা ইসলাম পন্থী, তারা জেনে বুঝে যদি বিরোধীতা করেন কেবল মাত্র দুনিয়ার স্বার্থে তাহলে সে ভুলটা নিজেদেরই সংশোধন করা দরকার।

ইসলাম পন্থী যারা আজ রাজনীতিতে এসেছেন তারাই অতিতে রাজনীতিকে উপেক্ষা করতেন, কিন্তু এখন আলহামদুলিল্লাহ রাজনীতিতে এসেছেন এটা জামায়াতের অবদান স্বীকার করেন আর নাই করেন।

জামায়াতকে বুঝার চেষ্টা না করে বৈরীতা করা ইসলাম আপনাদেরকে কতটুকু অনুমতি দিয়েছে চিন্তা করা দরকার।

আপনাদের উচিৎ জামায়াতের সাথে হাত মিলানো এবং সহযোগীতা করা ইসলামের স্বার্থে দুনিয়াবি স্বার্থে নয়।

আল্লাহ সঠিক বুঝ দান করুন।

বিষয়: বিবিধ

৯৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File