প্রসঙ্গ হিরো আলম,প্রচারনায় মিডিয়া;

লিখেছেন লিখেছেন saifu islam ২৩ ডিসেম্বর, ২০১৮, ০২:৩৯:৪১ রাত

বাংলাদেশে মিডিয়া আসলেই বিচিত্র, যারা আজ দেখা যায় হিরো আলমকে সত্যিকারের হিরোই বানিয়ে দিচ্ছে,

তারাই কিন্তু তাকে নিয়ে প্রথম টিটকারী করেছে। এখন দেখাযায়, ঐ মিডিয়াই হিরো আলমের প্রচারে অগ্রনী ভুমিকায়, তারা যে ভাবে প্রচার প্রচারনা শুরু করেছে, এমন ও হতে পারে অসম্ভবকে সম্ভব করে দিয়েছে।

আজ ইউটুবে হিরো আলমের কিছু ভিডিও চিত্র দেখলাম প্রচারনার, ইচ্ছা হউক অথবা অনিচ্ছায় কাজটা কিন্তু করে দিচ্ছে। এতে মনে হল হিরো আলম সত্যিই হিরো হওয়ার পথে এগিয়ে যাচ্ছে, কলেজ ভার্সিটির ছাত্ররাও ভাল মন্তব্য করছে।

আর এটা মিডিয়ায়ই হচ্ছে। যারা তাকে নিয়ে অনেক কিছু ঠাট্টা মশকরা করেছে তারাই পজেটিভ মত প্রকাশ করছে। আজব দেশের আজব মিডিয়া।

চমক একটা হয়েও যেতে পারে বাংলার জনগনও কম বিচিত্র নয়,এছাড়া মিডিয়া তো জনগনেরই একটা অংশ।

আর যাই হোক ঘরে ঘরে মুখে মুখে হিরো আলম, এটাই তো মনে হয় তার একটা বিজয়।

বিষয়: বিবিধ

৮০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File