- নোট খাতা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩১ জানুয়ারি, ২০১৬, ১২:০৪:৫৫ দুপুর

সেকি বুঝে! অসময়ে কেন খুঁজি নোট খাতা

নোট খাতার পৃষ্ঠা ষোল এঁকে দিলাম ফুল পাতা

সেকি খোঁজে পাতায় পাতায় আমার আদর মাখা

নোট খাতার ভাজে ভাজে আছে গুজে রাখা।

Good LuckRose

সেকি বুঝে পৃষ্ঠা উনিশ, একুশ, আঠাশ এর কোনায়

পান পাতা একে দিলাম হৃদয় মমতায়

সেকি দেখে খুলে নোটা খাতা কি আছে রাখা

পৃষ্ঠা আট ছেড়া কেন? পৃষ্ঠা বার প্রজাপতি আঁকা।

Good Luck Rose

সেকি বুঝে! নাকি বুঝেও বুঝেনা দ্বীধা সংকোচ মনে

নোট খাতা আর গোপন থাকলনা জানল জনে জনে

সেকি বুঝে শীতের শেষে গাছের পাতা কেন ঝরে

বসন্ত দেয় নাড়া বুঝেও বুঝেনা সে বুঝায় কেমন করে।

বিষয়: বিবিধ

১২০৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361427
০৫ মার্চ ২০১৬ বিকাল ০৫:২৩
আশাবাদী যুবক লিখেছেন : আরও চেষ্টা করে বুঝান!!!!
০৫ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৫৯
299561
বাকপ্রবাস লিখেছেন : হা হা হা হা Crying Crying Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File