যে সব চাইতে বড় মিথ্যুক, প্রতারক সেও সত্যকে চায়।

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ৩১ জানুয়ারি, ২০১৬, ১২:০২:০৭ দুপুর

যে সব চাইতে মিথ্যুক, প্রতারক সেও কামনা করে সত্যকে।ফেইজবুকের পাতা উল্টালে দেখাযায় কত চমকপ্রদ লিখা। সত্য- মিত্যা, প্রতারনার জন্য লিখা।কিন্তু যারা এগুলি করে তারাও আবার প্রতারনার শিকার হতে চাননা, কেউ তাকে মিথ্যা বলুক প্রতারনা করে ঠকাক। সেও চায় সবাইতার সাথে সত্যবলুক।এইযদি হয় সবার চাওয়া পাওয়া তাহলে প্রত্যেকে নিজেকে নিজে সংশোধন করে নিলেই ভাল হয়।নিজের কর্মকে প্রতারনা এবং মিথ্যা থেকে মুক্ত করে অন্যকে সংশোধন করার প্রচেষ্টা সবাই চালাতে পারেন যেহেতু নিজেসেটা ভাল মনে করেন না।নিজেকে গড়া এবং অন্যকে গড়তে সাহায্য করলেই নিজেও বাঁচা যাবে।

বিষয়: বিবিধ

১০৭৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358099
৩১ জানুয়ারি ২০১৬ বিকাল ০৪:২৭
আফরা লিখেছেন : জী কথা সত্য ধন্যবাদ ভাইয়া ।
358108
৩১ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৪৪
হারেছ উদ্দিন লিখেছেন : আপনাকেও ধন্যবাদ #আফরা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File