সকল আলেমদের প্রতি আহবান;
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:১২:৩৬ বিকাল
কিছু অনুভুতি জাগ্রত দেখে ভাল লাগল,
বেশী নাহোক অন্তত দু'চারজন ভাইয়ের কথায় বুঝা গেল নাস্তিকরা যখন আলেমদের বিরোদ্ধে কথা বলে তখন তাদেরও গায়ে লাগে।
আমি দেখলাম যারা মিজানুর রহমান আজহারীর ওয়াজের সমালোচনা করেছেন তারাও রাশেদ খান মেননের কথার তীব্র প্রতিবাদ করতে। এটাইতো আমরা সাধারণ মুসলমানেরা চাই, আমরা গর্বিত হব যদি সব ভেদাবেদ ভুলে ঐক্যবদ্ধ হতে পারেন, আলেমদের সমালোচনা করার সুযোগ না দেন।
আলেমরা নীতিহীন ভাবে প্রকাশ্যে মাহফীলে সমালোচনা না করে কারো যদি কোন ভুল হয় সেটা ব্যক্তিগত ভাবে সংশোধনের উদ্দেশ্যে দরদের সাথে বললে মনে ভাল হয়, মানুষ তো ভুলের উর্ধেনয় হতেই পারে।
প্রকাশ্যে সমালোচনা করে ইসলামের শত্রুদের নাস্তিকদের সে সুযোগ করে দেওয়া মোটেই ঠিক না। দেখুন যদিও সামান্য ছোটখাট মতবেদ থাকা স্বাভাবিক, তার জন্য মূল ভিত্তিকে নড়বড় করে দেওয়ার সুযোগ বা পরিবেশ তৈরী করে দেওয়া মোটেই বুদ্ধিমানের কাজ হচ্ছে না হবেনা।
আলেম সমাজ ইসলামের মূল শক্তি এবং ঐক্যের জরুরী দরকার, আল্লাহর হুকুম তো শিশাঢালা প্রাচীরের মত হওয়া, এটাতো আলেমরাই মডেল হয়ে সাধারন মুসলমানদের শিখাবেন আপনারা।
সুতরাং আমরা তাই দেখতে চাই আল্লাহ কবুল করুন।
বিষয়: বিবিধ
৭৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন