ইসলাম শব্দের অর্থ হল আত্বসমর্পণ করা;

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ২৮ ডিসেম্বর, ২০১৯, ১১:১০:৪৪ রাত



মুসলিম শব্দের অর্থ হল আত্বসমর্পণ কারী,

যে আল্লাহর কাছে নিজেকে আত্বসমর্পণ করল সে হল মুসলিম বা মুসলমান। আত্বসমর্পণ যে করে তার নিজের মতের প্রাধান্য দিয়ে কোন কাজ করার আর কোন অধিকার থাকেনা, সব সময় সব কাজ আল্লাহর দেওয়া নির্ধারিত নিয়মেই করতে হবে। কোন কাজ যদি নিজের উদ্ভাবনে করতে হয় তাহলে সেকাজে আল্লাহর অনুমোদন আছে কিনা তা দেখে করতে হবে তা না করলে সেটা হবে বিদ্রোহ। আল্লাহর কাছে আত্বসমর্পণ করে তাঁর হুকুমের বাহিরে বা তাঁর অনুমোদন ছাড়া কোন কাজ করলে। সেটা স্বয়ং আল্লাহর বিরোদ্ধেই বিদ্রোহ হয়ে যায় অর্থের দিকে তাকালে তাই বুঝায়।

সুতরাং আমরা মুসলমান আমাদের অবশ্যই কর্তব্য আল্লাহর হুকুম মেনে চলা এবং আমরা নিজের করা চিন্তা আল্লাহর অনুমোদন আছে কিনা যাচাই করে নেওয়া দরকার। সত্যিই যদি নিজেকে মুসলমান দাবি করি তাহলে সর্ব কাজে সর্ব সময়ে তাঁর হুকুম মানা অবশ্যই কর্তব্য।

আমরা যারা নিজেদের এবং অন্যের মনগড়া মতে বা পথে চলি তাদের গভীর চিন্তা করার দাবী রাখে তা ঠিক হচ্ছে কি'না?

যদি বিশ্বাস করি আল্লাহ কাছে সব কাজের জবাবদিহি করতে হবে, এবং হুকুম বহির্ভুত কাজের জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে তাহলে অবশ্যই হুকুম মেনে চলার সিদ্বান্ত নেওয়া দরকার। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বুঝ দান করুন এবং পূর্ণ হেদায়াত নসিব করুন।

বিষয়: বিবিধ

৯০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File