এই প্রশ্নের কোন উত্তর নাই;
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ১৮ জানুয়ারি, ২০২০, ০৯:২৪:৪৫ সকাল
ইসলামের পক্ষে কোন কথা বল্লেই অনেকে প্রশ্ন করেন আপনি কি আলেম?
এই প্রশ্নের কোন উত্তর নাই;
------
কারন নিজেকে নিজে কেউ জ্ঞানী (আলেম) মনে করে না, করাও ঠিক নয়। এছাড়া কার কতটুকু জ্ঞান আছে তার তা জানা নাই বা কেউ জানেনা, জানেন শুধু আল্লাহ্, সুতরাং এমন প্রশ্ন করা অবান্তর।
তবে আল্লাহর দেওয়া কিছু না কিছু (ইলম) জ্ঞান সবারই থাকে, সেজন্য সবাই কিছুনা কিছু আলেম, আলেম শব্দের অর্থতো জ্ঞানী, সে অনুযায়ী সবাই আলেম, বেশ কম হতে পারে। তবে অর্জিত জ্ঞানের মানুষের দেওয়া স্বীকৃতির সনদ পত্র হয়তো সবার নাই। কিন্তু জ্ঞান সবারই আছে, ষ্টাডি করলে অর্জন করাও যায়। যারা ছোটকাল থেকে শিক্ষা প্রতিষ্টানে আল্লাহ্ প্রদত্ত্ব ঐশী বানী কুরআন এবং হাদিছ থেকে জ্ঞান অর্জনের সুযোগ হয়নি তারাতো চেষ্টা করলে এখনও করতে পারেন সনদ পত্র হয়তো পাওয়া যাবে না, জ্ঞানতো অর্জিত হবে। আসুন সবাই চেষ্টা করি। জ্ঞান অর্জন করা প্রথম ফরজ, এই ফরজ সব ফরজকে আদায় করার জন্য প্রস্তুত করে। কুরআন নাজিলের প্রথম শব্দই এটা জ্ঞান অর্জন কর। জ্ঞান তো তাই আল্লাহর পক্ষথেকে যা নাজিল হল বা দেওয়া হল, এছাড়া সব মুর্খতা। আবুজেহেল এর জলন্ত উদাহরণ,কুরআন নাজিলের পুর্বে আবু আহকাম(জ্ঞানের বাবা) বলে ডাকা হতো, কিন্তু পরে তার নাম হলো (আবু জাহেল) মুর্খের বাবা। আসুন আমরা সবাই আল্লাহর আদেশ পালন করি সঠিক জ্ঞান অর্জনের চেষ্টা করি। আল্লাহর পথে চলার পাথেয় অর্জন করে আদেশ এবং নিষেধকে মেনে চলার চেষ্টা করি।
আল্লাহ্ আমাদের সকলকে তৌফিক দান করুন।
বিষয়: বিবিধ
৭৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন