ম্যাগাজিনের জন্য লেখা আহবান
লিখেছেন লিখেছেন লোকমান ০৩ ডিসেম্বর, ২০১৪, ১২:৪৩:২৪ রাত

আপনারা জেনে আনন্দিত হবেন যে, সৌদি আরব প্রবাসীদের লেখা বুকে ধারণ করে একটি সাহিত্য ম্যাগাজিন বের হতে যাচ্ছে। যে সকল সৌদি আরব নিজের লেখা ম্যাগাজিনের পাতায় দেখতে চান তাদের লেখা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
ইতিপূর্বে লেখা আহবান করে ফেসবুকে পোস্ট দেয়া হয়েছে। আপনারা অনেকেই লেখা পাঠিয়েছেন আমরা পেয়েছি। যারা এখনো লেখা পাঠাননি তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা ৩০ ডিসেম্বর ২০১৪ইং পর্যন্ত লেখা গ্রহন করবো। এরপর কোন লেখা গ্রহনের সুযোগ থাকবে না এবং সময়সীমাও আর বৃদ্ধি করা হবে না। তাই যারা লেখা পাঠাতে ইচ্ছুক তাদের নির্ধারিত সয়মের মধ্যে লেখা পাঠানোর অনুরোধ করা যাচ্ছে। যারা বিজয় ফন্ট ব্যবহার করেন তাদের বিজয় ফন্টে লেখা পাঠানোর অনুরোধ করছি। অন্য কোন ফন্টে লেখা পাঠালেও সমস্যা নেই আমরা বিজয় ফন্টে রিটাইপ করে নিবো।
লেখা পাঠান এই ই-মেইলে
বিষয়: বিবিধ
২৩৪৭ বার পঠিত, ২০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
৩০ ডিসেম্বর ২০১৪ইং অনেক দূর...
ইনশাআল্লাহ একটা কিছু পাবেন-
প্রকাশযোগ্য না হলে আমার কোন দায় নেই - অনুযোগও নেই
দোয়া করুন
ধন্যবাদ যানাচ্ছি তাদের সাহিত্যের কানন এবং ঐক্যের আলো দেখে।যাযাকাল্লাহ
'কমেন্ট ব্লগার'দের মন্তব্য-প্রতিমন্তব্য পাঠানোর কোন সুযোগ আছে কী????
আপনাদের সাফল্য কামনা করছি!!
মন্তব্য করতে লগইন করুন