কুড়ানো মানিক
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ০৩ ডিসেম্বর, ২০১৪, ১২:৩২:৪০ রাত
জোড়-জবরদস্তি করে মানুষের কাছ থেকে হয়তো অনেক কিছুই ছিনিয়ে নেয়া যায়। অনেক কিছু কারো ইচ্ছার বাইরে তার উপর চাপিয়ে দেয়া যায়। কিন্তু মানুষের মনোজগতে প্রবেশ করা যায় না। মন এমন একটা সিন্দুকে আবদ্ধ যার চাবী ব্যক্তির নিজ হাতে। এমন এক দূর্গে তার বসবাস যার প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে পৃথিবীর কোন স্বৈরাচারী হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু এ চিরন্তন সত্যকে আমরা অহরহ ভুলে যাই। বিশেষ করে যখন অন্যের সাথে তর্ক-বিতর্কে লিপ্ত হই। এমন এক ভাব নিয়ে আলোচনা হয়, মনে হয় তার নিজস্ব চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা, আক্বিদা-বিশ্বাস অন্যকে টেবলেটের মত করে গিলিয়ে দিবে। আমি যা সঠিক মনে করি, অন্যদেরকেও তাই মানতে বাধ্য করা হবে। এমন মানসিকতা নিয়ে যারা বিতর্কে লিপ্ত হন তাদের জন্য স্বর্ণাক্ষরে বাঁধাই করে রাখার মত ইমাম শাফেয়ী (র) এর একটি গুরুত্বপূর্ণ বাণী তুলে ধরলাম। এ যুগের আলেমদের জন্য এ থেকে অনেক কিছু শিখার আছে।
তিনি বলেনঃ
"আমার মতই সঠিক, তবে ভুলও হতে পারে
অন্যের মত ভুল, তবে সঠিকও হতে পারে।"
رأيي صواب يحتمل الخطأ ***ورأي غيري خطأ يحتمل الصواب
দুটি ছবি দেয়া হলঃ
ছবি দু'টো দেখে বলুনতো কার মতটি সঠিক,আর কারটি ভুলঃ
বিষয়: রাজনীতি
১২১২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন