বলুন "আলহামদুলিল্লাহ"

লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ২৯ এপ্রিল, ২০১৫, ০২:৪৯:৪৬ দুপুর



হৃদয়ের গভীর থেকে আসুন একবার বলি "আলহামদুলিল্লাহ" (সমস্ত প্রশংসা আল্লাহর)।

১- স্ত্রী-সন্তান নিয়ে একসাথে বসে আছেন? বলুন- "আলহামদুলিল্লাহ"।

কারণ আপনার মত বহু যুবক-যুবতী এখনও সংসার গড়ার স্বপ্ন দেখছে।

২- নিজ কর্মস্থলে পৌঁছেছেন? বলুন- "আলহামদুলিল্লাহ"।

কারণ দুনিয়ায় বহু মানুষ এখনও হন্নে হয়ে চাকরি খুঁজে বেড়াচ্ছে।

৩- সুস্থ দেহ নিয়ে দিন শুরু করেছেন? বলুন- "আলহামদুলিল্লাহ"।

কারণ বহু মানুষ সুস্থতার জন্য জীবনের সমস্ত উপার্জন ব্যয় করতে প্রস্তুত।

৪- এখনও জীবিত আছেন? বলুন- "আলহামদুলিল্লাহ"।

কারণ বহু মৃতব্যক্তি নেক কাজ করার জন্য জীবন ফিরে পাওয়ার আশা করছে।

৫- এক আল্লাহর ইবাদত করছেন? বলুন- "আলহামদুলিল্লাহ"।

কারণ দুনিয়ায় বহু মানুষ গাছপালা, জড়পদার্থ, গাভী…ইত্যাদির পূজা করছে।

৬- আপনি যে অবস্থায়ই আছেন, বলুন- "আলহামদুলিল্লাহ"।

কারণ দুনিয়ায় বহু মানুষ আপনার অবস্থায় পৌঁছার জন্য স্বপ্ন দেখছে।

"আলহামদু লিল্লাহি রাব্বিল 'আলামীন।

বিষয়: বিবিধ

২৩৫৬ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317440
২৯ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৫৬
মোবারক লিখেছেন : সুন্দর পোষ্ট। ভালো লাগলো
২৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:১৪
258611
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মন্তব্য করে আপনার ভাল লাগা রেখে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।
317441
২৯ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আমি যে আপনার এই লেখাটা পড়তে পাড়লাম সেজন্যই বলছি "আলহামদু লিল্লাহি রাব্বিল 'আলামিন!
আরো সুন্দর সুন্দর লিখা লিখুন আর আমাদের নেক কাজে অনুপ্রেরণা বাড়িয়ে দিতে সহায়তা করুন! মহান আল্লাহ আপনাকে সহ আপনার পরিবারকে সর্বাঙ্গীন ভাবে কল্যাণের মধ্যে রাখুন! আপনার লেখাটি প্রিয়তে রাখলাম!
২৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:১৬
258612
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রিয়তে রাখছেন জেনে খুশী হলাম। জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।
317449
২৯ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৩২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আযহারী ভাইয়া।[i]বহু দিন পর উদ্দীপ্ত করার মত অসাধারণ একটি লিখা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক শুকরিয়া। মুগ্ধ করার মত লিখা। জাজাকাল্লাহু খাইর।

জীবনের সমস্ত প্রাপ্তির জন্য "আলহামদু লিল্লাহি রাব্বিল 'আলামীন।
২৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:২০
258613
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। জীবনের সকল অবস্থায় আল্লাহ আমাদের সবাইকে তাঁর শুকরিয়া আদায় করার তাওফিক দান করুন। জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।
317457
২৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৫২
মোবারক লিখেছেন : আমি একটা পোষ্ট দিয়েছি, যদি কোন পরামর্শ যানা থাকে দিয়ে আসবেন।
২৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:২৮
258615
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। পড়েছি। মন্তব্য দেখুন। জাযাকাল্লাহু খাইরান।
317460
২৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:০১
আনিস১৩ লিখেছেন : Alhamdulillah.
২৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:২১
258614
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।
317469
২৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:২২
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ !

"আলহামদু লিল্লাহি রাব্বিল 'আলামীন।

শুকরিয়া আপনাকে !
২৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
258627
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। সমস্ত প্রশংসা, শুকরিয়া, কৃতজ্ঞতা, ধন্যবাদ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামীনের জন্য। "আলহামদু লিল্লাহি রাব্বিল 'আলামীন। জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।
317478
২৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৪৭
শেখের পোলা লিখেছেন : আলহামদু লিল্লাহ৷
২৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১৬
258626
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : "আলহামদু লিল্লাহি রাব্বিল'আলামিন" জাযাকাল্লাহু খাইরান।
317479
২৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৫২
সামছুল লিখেছেন : আপনার এই লেখাটা পড়তে পাড়লাম সেজন্যই বলছি "আলহামদু লিল্লাহি রাব্বিল 'আলামিন
২৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১৬
258625
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : "আলহামদু লিল্লাহি রাব্বিল'আলামিন"

জাযাকাল্লাহু খাইরান।
317485
২৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সত্যি আল্লাহ কোটি কোটি মানুষ থেকে আমাদেরকে ভাল রেখেছেন।
২৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩৮
258630
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
"আলহামদু লিল্লাহি রাব্বিল'আলামিন"। জাযাকাল্লাহু খাইরান।
১০
317489
২৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রতি মুহুর্তে অসংখ্য অনুজিব আর বিষাক্ত গ্যাস এর বিরুদ্ধে মানুষ যে বেঁচে থাকে এটা্ই অনেক বড় অবাক করা বিষয়।
আলহামদুলিল্লাহ।
২৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫১
258632
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।
১১
317517
২৯ এপ্রিল ২০১৫ রাত ০৯:৪২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আলহামদুলিল্লাহ,
সল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা রসুলুল্লাহ

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ,
২৯ এপ্রিল ২০১৫ রাত ১০:২৭
258653
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।
১২
317554
৩০ এপ্রিল ২০১৫ রাত ১২:৫৯
আফরা লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আলহামদুল্লিলাহ !আলহামদুল্লিলাহ !
আলহামদুল্লিলাহ !

৩০ এপ্রিল ২০১৫ রাত ০১:১৭
258671
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। জাযাকিল্লাহু খাইরান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File