*কবিতা ও অমিমাংশিত রমণী*
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৯ এপ্রিল, ২০১৫, ০২:৪১:০৭ দুপুর
*কবিতা ও অমিমাংশিত রমণী*
নির্মলেন্দু গুন এর কবিতা কার কেমন লাগে জানি না। আমার ভাল লাগে। ১৯৭৩ সালে প্রকাশিত *কবিতা ও অমিমাংশিত রমণী* কবিতার বইটিতে কিছু দারুন কবিতা স্থান পেয়েছে।
>>বাবা আমার কাছে এখন মাঝে মাঝে টাকার জন্য চিঠি লেখেন,
আমি ডাকঘরে যাই।---- সহ্যসীমার মধ্যে
>>আকাশ থেকে ফসকে গেছে হাত
অবাধ্য প্রেম এসেছে আজ কাছে-- বরিষন মুখরিত একদিন
>>শুধু চোখে নয়, হাত দিয়ে হাত
মুখ দিয়ে মুখ বুক দিয়ে বুক
ঠোট দিয়ে ঠোট খেলো, এইভাবে
খুলে খুলে তোমাকে দেখাও। -- উল্টোরথ
>> কাল যদি মৃত্যু হয় আজ তবে পূর্বাভাষ হোক-- মৃত্যু
>> কি নাম তোমাকে দেবো কোমলগান্ধার নাকি
বসন্তের অন্ধকারে পথ হারা পাখি?--তুমি
এই সব সহ মোট --৫০টি কবিতা নিয়ে এই কবিতার বই।
***আর গুন দার যৌবনের সাদা কালো ছবি।
>> এক পলকে নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী
*জন্ম --- জুন ২১, ১৯৪৫ (বয়স ৬৯) নেত্রকোনা, বেঙ্গল, ব্রিটিশ ভারত
বাসস্থান--- ঢাকা
জাতীয়তা---বাংলাদেশি
বংশোদ্ভূত---বাঙালি হিন্দু
পেশা---কবি, চিত্রশিল্পী
ধর্ম---হিন্দুধর্ম
সন্তান--মৃত্তিকা গুণ
পিতা-মাতা--সুখেন্দু প্রকাশ গুণ , বিনাপনি
পুরস্কার --বাংলা একাডেমী, একুশে পদক
বিষয়: বিবিধ
২১৩৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন