- কবি যদি হতাম আমি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ এপ্রিল, ২০১৫, ০২:১৩:২৪ দুপুর
কবিরা বোকা তাই খুঁজে সুখ কবিতায়
কতো কি খুঁজে পায় পুরোনা ছবিটায়।
সাদামাটা চোখে যাহা রসহীন ছাইপাশ
কবিরা সেখানেই খুঁজে ফেরে উচ্ছাস।
কবিদের ঘুম নেই ঘুমেও থাকে জেগে
কতো কি ভেবে মরে ভাবনার আবেগে।
কবিরা কবি তায় লিখে যায় লিখে যায়
আমিও কবি হবো খুব করে মন চায়।
আমারও মনে জাগে সেই চোখে আঁকতে
চোখটা বুজে তবু ঘুমে জেগে থাকতে।
(মাত্রা ১৪/অন্তমিল)
২৯.০৪.২০১৫/১০.৪০
বিষয়: বিবিধ
৮৮২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মাঝে মধ্যে টুক টাক ছড়া লিখতাম। অনেক দিন হয় ক্ষ্যামা দিয়েছি। আপনার চর্চা দেখে আবারও মন চায়
কবিতা লিখতে। কিন্তু সেই যে তার ছিঁড়েছে আর জোড়া লাগছে না!
মন্তব্য করতে লগইন করুন