Roseশ্বেত কপোতের অন্বেষণ

লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ১৭ মে, ২০১৫, ০৩:২৬:০১ রাত



জগতের সব নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু,

ছুটছে সবাই দিবা-নিশি সুখের পিছু॥



বুঁদ রয়েছে সুখের নেশায় সকল মানুষ।

দিনের শেষে দেখবে সবই মিথ্যে ফানুশ॥



সকল মানুষ চায় যদিও নাগাল সুখের

কেউবা পায়, কারো জীবন শুধুই দুঃখের॥



কারো কাছে সুখ কেবলই খেলাধূলায়

কারো কাছে ড‍্যান্স-পার্টি, রং তামাশায়॥



কারো কাছে সুখ রূপসী নারী সম্ভোগ,

উন্নত মদ, মাদক দ্রব্যের কেবই ভোগ॥



কেহ বুঝে সুখ মানেই টাকার কাঁড়ি।

মালিক হওয়া বিলাসবহুল বাড়ী-গাড়ী॥



কারো কাছে দেশ-বিদেশে বিলাস ভ্রমণ।

বল্গাহীন আমোদ-প্রমোদ আর বিনোদন॥



কারো কাছে সুখ কেবলই অলসতায়।

করবে সবই কাজের লোকের সহায়তায়॥



সুখের বুঝটা সবার মাঝে অভিন্ন নয়।

তৃপ্ত কেহ পানিতে, কেউ জুসেও নয়॥



কিছুই ভালো বাসবেনা যে এতো বেশী

হারালে তা ছিড়ে যাবে সুখের রশি॥



আছে যাহা তাতেই তৃপ্ত থাকো যদি,

সুখের পরশ বইবে দিলে নিরবধি॥



পরের সুখে মনটি যদি কাঁদে দুঃখে।

ভাবো, নিঃস্বের দিনটি কাটে কত দুঃখে!



কৃতজ্ঞ রও সকল সময় রবের প্রতি।

মনের ভেতর সুখের লহর বইবে অতি॥



সুখটা হলো ভর দুপুরের ছায়ার মত।

যতই কাছে যাবে দূরে যাবে ততো॥



হাটো যদি ছায়া হতে উল্টো পথে,

ছুটেবে সেও পিছে তব সাথে সাথে॥



করো তুমি জগতে সব রবের তরে।

দিবেন তিনি সুখের পরশ হৃদয় ভরে॥



বিষয়: বিবিধ

২২০৫ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320477
১৭ মে ২০১৫ রাত ০৪:২২
সাদাচোখে লিখেছেন : আস্‌সালামুআলাইকুম।

মাশাআল্লাহ্‌ চমৎকার লিখেছেন। শেষের ৬টি লাইন মূলতঃ 'সুখের পেছনে ধাওয়া'য় রত রুগীদের রোগ নিরাময়ের অন্যতম 'মেডিসিন' বা প্রতিরোধক হিসাবে কাজ করবে।

আমাদের এক পরিচিত ভাই একদিন বলেছিলেন - যা আমার ভাল লেগেছে - শেয়ার করার লোভ সামলাতে পারছি না।

সুখের সন্ধানে (অর্থ বিত্ত ইত্যাদি মেটেরিয়ালিস্টিক বিষয়ের প্রতি আকাংখা অর্থে) থাকাটা - ভর দুপুরে ছায়ার কাছে আশ্রয় চাওয়ার চেষ্টার ইক্যুয়াল। আপনি ছায়ার দিকে আশ্রয়ের সন্ধানে যাবেন - ছায়া ও দুরে সরতে থাকবে। কিন্তু আপনি উল্টোদিকে হাঁটা ধরবেন - ছায়া আপনার দিকে আসতে থাকবে। সো দুনিয়াকে ছেড়ে অপজিট আখেরাতের দিকে হাঁটা ধরবেন দুনিয়ার সুখ আপনার দিকে গ্রাজুয়ালী আসতে থাকবে।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
১৭ মে ২০১৫ সকাল ০৫:১৪
261536
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। সুখের সাথে ভর দুপুরের ছায়ার দৃষ্টান্ততা আমারও ভাল লেগেছে। ভাবছি সময় করে এ নিয়ে আরো দু'লাইন লিখব। শেয়ার করার জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।
320488
১৭ মে ২০১৫ সকাল ০৭:০৬
শেখের পোলা লিখেছেন : মা শাআল্লাহহ সুন্দর হয়েছে৷
১৭ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৫৬
261668
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মন্তব্য করে আপনার ভাল লাগা রেখে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান
320492
১৭ মে ২০১৫ সকাল ০৮:২৪
অবাক মুসাফীর লিখেছেন : কবিতা পড়া হয়, কিন্তু ছন্দের কবিতা আমার মাথার উপর দিয়ে যায় সাধারনত... তবে আপনার টা বেশ বুঝেছি বলেই মনে হচ্ছে...
১৭ মে ২০১৫ রাত ১০:১৩
261725
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বুঝতে পেরেছেন জেনে ভাল লাগল। জাযাকাল্লাহু খাইরান।
320672
১৮ মে ২০১৫ রাত ০১:২০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগল। ধন্যবাদ।
১৮ মে ২০১৫ সকাল ০৫:০৩
261771
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মন্তব্য করে আপনার ভাল লাগা রেখে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান
১৮ মে ২০১৫ দুপুর ১২:১৫
261848
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম, ভাল আছেন? আপনি ও মাসুম আর আমি মাসুম। দোয়া করবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File