পুরাতন চাল ভাতে বাড়িয়ে ২+২=৫ বানানোর রহস্য
লিখেছেন লিখেছেন এলিট ১৭ মে, ২০১৫, ০৬:২০:০৭ সকাল
সহব্লগার অবাক মুসাফির এক অসাধারন গনিত আমাদেরকে দেখিয়েছেন, ২+২=৫ (লিঙ্ক এখানে) । অবে তিনি অবশ্য বলেছেন যে এখানে একটি গোজামিল আছে। আমাদেরকে এই ভুলটি খুজে বের করতেও বলেছিলেন। এ নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা হয়েছে কিন্তু গজামিলটি আর বের হয়নি। তাই আমি একটু চেস্টা করছি।
প্রথম গোজামিলটি হল - তিনটি সংখার প্রথম দুটি নিয়ে একই সাথে বর্গ ও বর্গ মুল করা হয়েছে। এমনটা করা যায় না। করলে তিনটি সংখার সবগুলো নিয়ে করতে হবে অথবা সংখা তিনটি আলাদা আলাদা করতে হবে। দুটি সংখা নিয়ে, তৃতীয়টিকে বাদ দিয়ে এমন করা যায় না। নীচে ছবি দেখুন।
পরের গোজামিল হল - আগে যোগের কাজ , এর পরে বিয়োগের কাজ করতে হয়। a-b+c এমন থাকলে আপনাকে আগে a+c যোগ করে নিতে হবে এরপরে b কে বিয়োগ দিতে হবে। আগেই a-b এভাবে বিয়োগ করে c কে বসিয়া রাখা যায় না। নীচে চিত্র দেখুন
আশা করি গোজামিলটি স্পস্ট হয়েছে। ধন্যবাদ।
---------- আমার ফেসবুক এখানে
বিষয়: বিবিধ
১৪১৮ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রথম ভুলটা ঠিক আমি ধরতে পারছি না, আমি যদি কোনো কিছুর বর্গ নিয়ে তাকে বর্গমূল করি তবে তো মান একই থাকবে, সামনে পেছনে কি থাকলো বা না থাকলো তাতে কি যায় আসে??
দ্বিতীয় ভুলটা ধরা যেতে পারে, এইভাবে আমি ভাবি নাই...
কিন্তু এইদুইটা ছাড়াও আরো একটা বড় ভুল আছে এখানে, ২য় লাইনে (৪-৯/২) কে বর্গ করে তার রুট নেয়া হয়েছে, কিন্তু আদতে সেই সংখ্যাটা ঋণাত্মক (-০.৫)... আর ঋণাত্মক সংখ্যার বর্গমূল করলে তা ম্যাথেমেটিক্সের অন্য একটা জিনিস সামনে নিয়ে আসে, আর তা হলো কাল্পনিক সংখ্যা... এই ধরণের mathematical fallacy গুলোয় সাধারণত এই কাল্পনিক সংখ্যার উপস্থিতির জন্যই সব application ঠিক থাকলেও তা সিদ্ধ (!) হয় না...
মন্তব্য করতে লগইন করুন