Roseফরিয়াদ

লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ১৬ মে, ২০১৫, ০৫:২৮:০৫ সকাল



গুনাহ যদি হয়ে থাকে

পর্বত প্রমাণ,

তব ক্ষমা আছে জানি

আসমান সমান।



ক্ষমা যদি নাহি করো

নেক্‌কার ছাড়া,

পাপী যাবে কার দ্বারে

তব দোর ছাড়া?



তব আদেশ মেনে প্রভু

ডাকি নত সুরে।

খালিহাতে ফিরালে ক্ষমা

করবে কে মোরে?



তোমার কাছে চাইব যে

নেই যোগ্যতা

মুসলিম আমি আশা তব

অতি উদারতা।





বিষয়: বিবিধ

১৬৪০ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320304
১৬ মে ২০১৫ সকাল ০৭:০৭
আবু জারীর লিখেছেন : ক্ষমাতো মূলত অপরাধীর জন্যই।
আল্লাহ আমাদের ক্ষমা করুন।
ধন্যবাদ।
১৭ মে ২০১৫ রাত ০২:৫৯
261523
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।
320322
১৬ মে ২০১৫ সকাল ১১:৩০
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম। আমীন ইয়া রব।
১৭ মে ২০১৫ রাত ০৩:০২
261525
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।
320429
১৬ মে ২০১৫ রাত ০৯:৫৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগলো,আমিন, ছুম্মা আমিন।
১৭ মে ২০১৫ রাত ০৩:০৫
261527
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।
১৮ মে ২০১৫ রাত ০১:৪২
261753
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ ভাইয়া।
320472
১৭ মে ২০১৫ রাত ০২:৪২
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম।
আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন! আমীন!
জাযাকাল্লাহু খাইর!
১৭ মে ২০১৫ রাত ০৩:০১
261524
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। জাযাকিল্লাহু খাইরান।
320478
১৭ মে ২০১৫ রাত ০৪:৩১
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম।
আল্লাহু আকবার। আল্লাহ ওনার একান্ত রহমত স্বরূপ আমাদের ক্ষমা না করলে - আমাদের কোন বিকল্পই নেই। দম বন্ধ হয়ে যায় ভয়ে।

কিছুদিন আগে সালাম আজাদী ভাইয়ের সফট টোন এ মৃত্যুর উপর করা এক বক্তৃতা আমাদের অনেক কেই কাঁদিয়ে দিয়েছিল, নিজেদের অসহায়ত্ব বিমূর্ত হয়ে উঠেছিল। আপনার এই ছন্দোবদ্ধ লিখার মেসেজটাই আমাদের আলটিমেট ভরসা। আল্লাহ আমাদের ক্ষমা করুন।
১৭ মে ২০১৫ সকাল ০৫:০৯
261535
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিয়ে তাঁর জান্নাতের মেহমান হওয়ার যোগ্য করুন। আমীন।
জাযাকাল্লাহু খাইরান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File