ফরিয়াদ
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ১৬ মে, ২০১৫, ০৫:২৮:০৫ সকাল
গুনাহ যদি হয়ে থাকে
পর্বত প্রমাণ,
তব ক্ষমা আছে জানি
আসমান সমান।
ক্ষমা যদি নাহি করো
নেক্কার ছাড়া,
পাপী যাবে কার দ্বারে
তব দোর ছাড়া?
তব আদেশ মেনে প্রভু
ডাকি নত সুরে।
খালিহাতে ফিরালে ক্ষমা
করবে কে মোরে?
তোমার কাছে চাইব যে
নেই যোগ্যতা
মুসলিম আমি আশা তব
অতি উদারতা।
বিষয়: বিবিধ
১৬৪০ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আমাদের ক্ষমা করুন।
ধন্যবাদ।
আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন! আমীন!
জাযাকাল্লাহু খাইর!
আল্লাহু আকবার। আল্লাহ ওনার একান্ত রহমত স্বরূপ আমাদের ক্ষমা না করলে - আমাদের কোন বিকল্পই নেই। দম বন্ধ হয়ে যায় ভয়ে।
কিছুদিন আগে সালাম আজাদী ভাইয়ের সফট টোন এ মৃত্যুর উপর করা এক বক্তৃতা আমাদের অনেক কেই কাঁদিয়ে দিয়েছিল, নিজেদের অসহায়ত্ব বিমূর্ত হয়ে উঠেছিল। আপনার এই ছন্দোবদ্ধ লিখার মেসেজটাই আমাদের আলটিমেট ভরসা। আল্লাহ আমাদের ক্ষমা করুন।
জাযাকাল্লাহু খাইরান
মন্তব্য করতে লগইন করুন