আরাকানের কান্না

লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ১৬ মে, ২০১৫, ০৫:৪৫:০৭ সকাল

কবি আলাওলের আরাকানের কান্না

হায় ! কেউ যে শুনিতে পায়না।

ভাসমান নৌকা গুলো

ঘুরে ফিরছে সমুদ্রের উপকূল গুলো।

কভু থাই কভু মালয় কভু ইন্দো কভু যে বাংলা,

কিন্তু কেউ যে শোনেনা তাদের কান্না।

ক্ষুধাতুর পেট, পেতেছে খালি হাত ।

জাতীয়তাবাদের চাকায় পিষ্ট আজি মানবতাবাদ।

শক্তিমানরা লাথি মারে তাদের খালি পেটে,

বলে তুই যে রোহিঙ্গা, কেন এলি আমাদের গেটে?

কোথায় আজি জাতিসংঘ কোথা সব মানব দরদী?

ইসলামের দোররা আইনে জেগে উঠে যাদের চেতনার বাতি।

বলি মুসলিম তোমাদের মাঝে ওমর, তারিক, খালিদ যে নাহি,

লজ্জা করেনা ইসলামের শত্রুদের করুণা দৃষ্টি চাহি !!

জাগো মুসলিম জাগো !!

এ তরীর হাল নিজে ধরো ! তোলো পাল!!

চারিদিকে যে, শত্রুর জাল।

এ দরিয়া দিতে হবে পাড়ি

ভেদ করে ওদের ক্রুর হাসি।

.

.

.

.

আরাকানের কান্না

আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক

বিষয়: বিবিধ

১৩১৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320321
১৬ মে ২০১৫ সকাল ১১:২৮
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম। ফেসবুকে ইসলামিক অনলাইন মিডিয়াতে কি আপনিই এটি শেয়ার করেছিলেন?
১৬ মে ২০১৫ দুপুর ০১:২৮
261423
আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক লিখেছেন : না ভাই, আমার ফেসবুক আইডি আছে এই নামেই, সেখানে লিখেছিলাম। অনলাইন মিডিয়া সেখান থেকে কপি করেছে। অবশ্য আমার নাম মেনশন করা আছে। বারাকাল্লাহ ফিক।
320325
১৬ মে ২০১৫ সকাল ১১:৪৮
আহসান সাদী লিখেছেন : 'আরাকানের কান্না কেউ শোনে না'! আল্লাহ সহায় হোন।
১৬ মে ২০১৫ দুপুর ০১:২৮
261424
আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক লিখেছেন : আমীন !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File