Good Luck Love Struck ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ Good Luck Love Struck

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৬ মে, ২০১৫, ০৩:০০:২৫ রাত



ভারতের সকল আগ্রাসনের প্রতিবাদে আমাদের পূর্ব পুরুষরা ও ছিলেন শক্ত অবস্থানে।ভারত সবসময় বাংলাদেশের মাঠি ও মানুষের বিরুদ্ধে ছিল। ১৯৭১ সালে শুধু নিজেদের সার্থে তারা বাংলাদেশের পক্ষে ছিল।

ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে আজ থেকে ৩৬ বছর আগের এই দিনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ‘মরণ ফাঁদ ফারাক্কা বাঁধ’ অভিমুখে হাজার হাজার মানুষের লংমার্চ হয়। ৩৬ বছর পূর্বের লংমার্চ আজ আবার বলে যায় ভারতের বিরুদ্ধে সবাইকে দলমত নির্বিশেষে দেশ রক্ষার জন্য আন্দোলনে না নামলে ৩৬ বছর কেন ৩৬ হাজার বছর চলে গেলেও ভারতের আগ্রাসন থেকে বাঁচা যাবে না।

টিপাই মুখে বাঁধ হলে সিলেট সহ বাংলাদেশের অনেক জেলা পানির জন্য হাহাকার করবে হবে । আবার সেই বাঁধ যদি নির্মান হয় আর কোনো দিন যদি ফাটল ধরে সিলেট সহ প্রায় আশেপাশের অনেক জেলা পানিতে তলিয়ে যাবে।

ভারত শুধু ফারাক্কা বাঁধই নয়, বাংলাদেশমুখী অর্ধশতাধিক নদীর পানি সরাসরি প্রত্যাহার করে চলেছে। এসব নদী এবং এর উপনদীগুলোর ওপর ভারত ৩ হাজার ৬ শ’টি বাঁধ বেঁধে ফেলেছে এবং আরো ১ হাজার বাঁধের নির্মাণ কাজ চলছে। সূত্র জানায়, ভারত পদ্মা-যমুনা তথা গঙ্গা-ব্রহ্মপুত্র বেসিনে যে অর্ধশতাধিক মূল সেচ ও বিদ্যুৎ অবকাঠামো নির্মাণ করছে তার প্রতিক্রিয়ায় বাংলাদেশের শত শত নদী ও খালবিল পর্যায়ক্রমে পানিশূন্য হয়ে পড়ছে। এর প্রতিক্রিয়ায় এমনকি মেঘনা ও তার শাখাগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানা গেছে। এর ফলে বাংলাদেশের মধ্যাঞ্চলের কিছু এলাকা ছাড়া বাকি বৃহত্তর রাজশাহী, খুলনা, ঢাকা ও সিলেট অঞ্চলের প্রায় ৩০টি জেলার ৭০ হাজার বর্গকিলোমিটার এলাকার প্রায় ৭ কোটি অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় অর্ধেক লোকই সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। লাখ লাখ হেক্টর কৃষি জমি হারাতে বসেছে আবাদের যোগ্যতা।

সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাড়াবার। সময় এসেছে ভারতের দালালদের প্রতিহত করার। মাওলানা ভাসানী পেরেছেন বর্তমানের ভাসানিরা ও পারবে।" আমার দেশ " পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান চেষ্টা করেছিলেন জাতিকে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে জাগ্রত করার যার ফলে ভারতের পা চাটা গোলামের গ্রেপ্তার করে রেখেছি ভাসানীর ছায়া মাহমুদুর রহমানকে। মাহমুদুর রহমান কে মুক্ত করে আবার ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করতে হবে।

বিষয়: বিবিধ

১৩১৫ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320293
১৬ মে ২০১৫ রাত ০৩:০৯
পাহারা লিখেছেন : ভালো লাগলো , ধন্যবাদ ।
১৭ মে ২০১৫ রাত ০৮:০৮
261704
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck Good Luck
320294
১৬ মে ২০১৫ রাত ০৩:১৩
শেখের পোলা লিখেছেন : পাচাঁটা গোষ্টি যতদিন থাকবে ভারত ততদিন জুলুম করেই যাবে৷ এটা তাদের চেতনা আর ইন্দীরার স্বপ্ন৷
১৭ মে ২০১৫ রাত ০৮:০৯
261705
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সেই স্বপ্ন জাতি তার স্বাধীনতা হারিয়েছে
320299
১৬ মে ২০১৫ রাত ০৩:৩১
সাদিয়া মুকিম লিখেছেন : এই ইস্যুটা আসলেই একটা ঐতিহাসিক ইস্যু হয়েই রইলো সমাধানের মুখ আর দেখলো না!

শেয়ার করার জন্য শুকরিয়া!
১৭ মে ২০১৫ রাত ০৮:১১
261706
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমাদের দুর্ভাগ্য আমরা ভারতের আসল রূপ চিনতে পারিনি এখনো
320302
১৬ মে ২০১৫ রাত ০৪:৩২
কাহাফ লিখেছেন :

বাংলাদেশের চির শত্রু হলো ভারত!
একটি বন্ধুভাবাপন্ন প্রতিবেশী রাষ্ট্র হওয়ার চেয়ে আগ্রাসী মনোভাবই ভারতের স্বভাব!
দুঃখের বিষয়- ব্যক্তি ও দলের স্বার্থে এই রাষ্ট্রের গোলামী করতে উঠে-পড়ে লেগেছে কতকে!
আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন!!
১৭ মে ২০১৫ রাত ০৮:১২
261707
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমাদের দুর্ভাগ্য আমরা ভারতের আসল রূপ চিনতে পারিনি এখনো
320319
১৬ মে ২০১৫ সকাল ১১:২৬
হতভাগা লিখেছেন : ভারতের পরীক্ষামূলক ফারাক্কা বাঁধ চালু সেই যে এপ্রিল ১৯৭৫ এ শুরু হয়েছিল সেটা আজও শেষ হয় নি । এর মধ্যে বাংলাদেশের যা ফলাফল হয়েছে তা তো পরীক্ষামূলক নয় , একেবারে সলিড।

একটা স্বাধীন দেশ কিভাবে তার অস্তিত্বের জন্য হুমকি স্বরুপ এরকম কাজ শুরু করার জন্য পারমিশন দেয় আরেকটি রাষ্ট্রকে ? এতেই বোঝা যায় যে স্বাধীন হলেও বাংলাদেশের নিজস্ব স্বকীয়তা নেই ।

ফারাক্কা এখন অতীত । গজলডোবা , টিপাইমুখের মত লেটেস্ট ঘটনাগুলোও এখন বিস্মৃত।
১৭ মে ২০১৫ রাত ০৮:১২
261708
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মূল্যবান কথা বলেছেন ভাইয়া
320323
১৬ মে ২০১৫ সকাল ১১:৩৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হতভাগা লিখেছেন : ভারতের পরীক্ষামূলক ফারাক্কা বাঁধ চালু সেই যে এপ্রিল ১৯৭৫ এ শুরু হয়েছিল সেটা আজও শেষ হয় নি । এর মধ্যে বাংলাদেশের যা ফলাফল হয়েছে তা তো পরীক্ষামূলক নয় , একেবারে সলিড।

একটা স্বাধীন দেশ কিভাবে তার অস্তিত্বের জন্য হুমকি স্বরুপ এরকম কাজ শুরু করার জন্য পারমিশন দেয় আরেকটি রাষ্ট্রকে ? এতেই বোঝা যায় যে স্বাধীন হলেও বাংলাদেশের নিজস্ব স্বকীয়তা নেই ।

ফারাক্কা এখন অতীত । গজলডোবা , টিপাইমুখের মত লেটেস্ট ঘটনাগুলোও এখন বিস্মৃত।
১৭ মে ২০১৫ রাত ০৮:১২
261709
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ ,,আমরা সমাধান চাই
320329
১৬ মে ২০১৫ দুপুর ১২:১৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : একটি ঐতিহাসিক বিষয় পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।
আজ মাওলানা ভাসানী অনুপস্থিতির অভাব লক্ষ্য করা যাচ্ছে,
জাতির এ দুর্দিনে তাকে আজ প্রয়োজন। ধন্যবাদ আবারো।
১৭ মে ২০১৫ রাত ০৮:১৩
261710
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আবার ভাসানী চাই বাংলায়
১৮ মে ২০১৫ রাত ০১:৪০
261752
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ
320346
১৬ মে ২০১৫ দুপুর ০২:২৬
অভিমানী বালক লিখেছেন : ভারতের দালালদের প্রতিহত করতে পারলে ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশ মুক্তি পাবে।
১৭ মে ২০১৫ রাত ০৮:১৩
261711
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : খাটি কথা বলেছেন ভাইয়া , ধন্যবাদ
320363
১৬ মে ২০১৫ দুপুর ০৩:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আরো বাঁধ আসছে আমরা শুধু দেখেই যাব!
১৭ মে ২০১৫ রাত ০৮:১৪
261712
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এটাই আমাদের স্বাধীনতা
১০
320554
১৭ মে ২০১৫ দুপুর ০৩:১৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হতভাগা লিখেছেন : ভারতের পরীক্ষামূলক ফারাক্কা বাঁধ চালু সেই যে এপ্রিল ১৯৭৫ এ শুরু হয়েছিল সেটা আজও শেষ হয় নি । এর মধ্যে বাংলাদেশের যা ফলাফল হয়েছে তা তো পরীক্ষামূলক নয় , একেবারে সলিড।

একটা স্বাধীন দেশ কিভাবে তার অস্তিত্বের জন্য হুমকি স্বরুপ এরকম কাজ শুরু করার জন্য পারমিশন দেয় আরেকটি রাষ্ট্রকে ? এতেই বোঝা যায় যে স্বাধীন হলেও বাংলাদেশের নিজস্ব স্বকীয়তা নেই ।
ফারাক্কা এখন অতীত । গজলডোবা , টিপাইমুখের মত লেটেস্ট ঘটনাগুলোও এখন বিস্মৃত।
আমিও উনার সাথে একমত .....
১৭ মে ২০১৫ রাত ০৮:১৪
261713
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যাবদ ভাইয়া
১১
321191
২০ মে ২০১৫ দুপুর ১২:৪৮
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! আরো যে কত খেসারত দিতে হবে বাঙালিকে? কে জানে?
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৭:০৪
262397
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ওয়ালাইকুম সালাম। ঠিক বলেছেন আর এসবের পেছনে অনৈক্য প্রধান সমস্যা।
১২
322614
২৬ মে ২০১৫ দুপুর ০১:১৪
ইবনে আহমাদ লিখেছেন : ভারত বাংলাদেশে যত দালাল তৈরী করতে পেরেছে তাতে শুধু পানি দিয়ে মারার প্রয়োজন পড়বে না।
এখন দেশের লেন্দুপ দর্জিদের লিষ্ট করে তাদেরকে প্রতিহত করতে হবে।
২৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
264104
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বিড়ালের গলায় ঘন্টা পড়ানোর লোক নেই ভাইজান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File