অভিভূত জন্মদিনে
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৬ মে, ২০১৫, ০১:৪২:২৭ রাত
মুগ্ধ আমি অভিভূত জন্মদিনে পেয়ে ভালোবাসা
সকল মানুষ সুখিই হউক; পুষি এমন আশা ।
'
ভুলে যাক মানুষ হানাহানি আর রক্তখেলা
জীবনভর ভাসুক সবার ভালোবাসার ভেলা।
'
যদি ভাবো আমাদের এই জীবনটা খুবই ছোট
ভালোবেসে কাছে টেনে মানুষের দুঃখগুলো লুটো ।
'
প্রাপ্তির হিসাব ভুলে গিয়ে; ত্যাগের অংক কষো
কিসের পিছে ছুটছো তুমি; ভাবতে একটু বসো।
'
জন্ম দিনে সবার প্রতি এই কামনা করি
ভালোবেসে সবার স্মরণ কৃতজ্ঞায় স্মরি।
'
সবার জীবন শোভিত হউক ফলে আর ফুলে
ভালোবাসার সুখে বাঁচুক মানুষ হানাহানি ভুলে।
15.05.2015
বিষয়: বিবিধ
৯৯৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন