আসসালামুআলাইকুম,আদর্শ সন্তান প্রত্যাশী বাবা-মার জন্য ছোট্ট দুটি টিপস।
লিখেছেন লিখেছেন মিজবাহ ০৩ ডিসেম্বর, ২০১৪, ১২:২০:০৩ রাত
আমার মনে হয় নিচের টিপসগুলো আমরা অনেকে জানি ও মানার চেষ্টা করি তারপরও জাস্ট রিমাইন্ডারের জন্য আর যারা জানেন না তাঁদের জন্য শেয়ার করা।
প্রথমত: প্রতিদিন আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো সুরা ইবরাহিমের ৪০ নং আয়াতটি পড়তে যার অর্থ " হে আমার রব আমাকে নামায প্রতিষ্ঠাকারী করো এবং আমার বংশধরদের থেকেও (এমন লোকদের উঠাও যারা এ কাজ করবে)৷ পরওয়ারদিগার! আমার দোয়া কবুল করো " আয়াতটি মুখস্থ করা খুব একটা কঠিন না।
দ্বিতীয়ত: ঐতিয্যগত ভাবে আমরা অনেকে বাচ্চাদেরকে দিনে বা রাতে গুমানোর সময় ভুতের গল্প বা বিভিন্ন ধরনের ছড়া না বলে সুরা ইখলাস,সুরা নাস ও সুরা ফালাক পড়তেপড়তে গুম পাড়ানোর চেষ্টা করি এরপরও যদি বাচ্চাদের গুম না আসে তবে নবী-রাসুলদের গল্প শুনাতে পারেন দেখবেন আস্তে আস্তে গুম চলে আসছে বাচ্চার যা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি প্লিজ।
আমাদের কাজ হলো বিভিন্নভাবে সর্বোচ্চ চেষ্টা করা তারপর মহান রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া।
বিষয়: বিবিধ
১৪২৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন