ব্লগার রিদওয়ান কবির সবুজ আর নেই
লিখেছেন লিখেছেন লোকমান ২১ আগস্ট, ২০১৯, ০১:৫০:৫৭ দুপুর
আমারদের সকলের প্রিয় ব্লগার রিদওয়ান কবির সবুজ ভাই আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাাজিউন। তিনি গতকাল (মঙ্গলবার) মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের থেকে চির বিদায় নিয়ে চলে যান। তিনি ছিলেন বিজ্ঞ লেখক, এ্যাক্টিভ ব্লগার। সব সময় ব্লগে লগিং করতেই তাকে পাওয়া যেত অনলাইনে। প্রচুর মন্তব্য করতেন। এখনো সাপ্তাহের ২য় সর্বোচ্চ মন্তব্যকারীর স্থানটি তার দখলে রয়েছে। ইতিহাস বিষয়ে ছিলো তার প্রচুর দখল। প্রচুর বই পড়তেন তাকে বলা হতো জীবন্ত লাইব্রেরী।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ব্লগারসহ পুরো অনলাইন জগতে। প্রথমে আহমেদ রশিদ বাহার ভাই তার মৃত্যুর খবরটি জানান এরপর থেকে এ বিষয়ে
ফেসবুকে প্রচুর পোস্ট আসতে থাকে।
ব্লগের পাশাপাশি তিনি পত্রিকা ফেসবুকেও লেখালেখি করতেন। "সোনালী যুগের সদ্ধানী" নামে তার লেখা এটি বইও রয়েছে। রিদওয়ান কবির সবুজ ভাইর সাথে ব্লগেই পরিচয়, সরাসরি কোন দিন দেখা হয়নি এবং কথাও হয়নি। তবুও তিনি ছিলেন অনেক আপন তার জন্য মন কাদে।
বলবো পৃথিবি চিরদিন থাকার জায়গা নয়। আমাদের সবাইকে চলে যেতে হবে মহান মনিবের ডাকে সাড়া দিয়ে। এখান থেকে আমাদের পরপারের পাথেয় সংগ্রহ করতে হবে। চলতে হবে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী রাসুল সাঃ এর দেখানো পথে। হে আল্লাহ আমাদের তৌফিক দান করুন-আমীন।
পরিশেষে বলবো রিদওয়ান কবির সবুজ ভাই ছিলেন একজন ভালো মানুষ, খুবই ভালো মানুষ। আমরা তার জন্য দোয়া করছি হে আল্লাহ আপনি রিদওয়ান কবির সবুজ ভাইকে ক্ষমা করে দিন। তাকে জান্নাতবাসী করুন। তার পরিবারকে সবরে জামিল অবলম্বন করার তৌফিক দান করুন-আমীন। ছুম্মা আমীন।
রিদওয়ান কবির সবুজ ভাই এর ব্লগ লিংকঃ
http://www.newsbybd.net/blog/blogdetail/bloglist/3609/sabuj1981
বিষয়: বিবিধ
১০০২ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এক হতে পারি
মন্তব্য করতে লগইন করুন