ব্লগার রিদওয়ান কবির সবুজ আর নেই

লিখেছেন লিখেছেন লোকমান ২১ আগস্ট, ২০১৯, ০১:৫০:৫৭ দুপুর



আমারদের সকলের প্রিয় ব্লগার রিদওয়ান কবির সবুজ ভাই আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাাজিউন। তিনি গতকাল (মঙ্গলবার) মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের থেকে চির বিদায় নিয়ে চলে যান। তিনি ছিলেন বিজ্ঞ লেখক, এ্যাক্টিভ ব্লগার। সব সময় ব্লগে লগিং করতেই তাকে পাওয়া যেত অনলাইনে। প্রচুর মন্তব্য করতেন। এখনো সাপ্তাহের ২য় সর্বোচ্চ মন্তব্যকারীর স্থানটি তার দখলে রয়েছে। ইতিহাস বিষয়ে ছিলো তার প্রচুর দখল। প্রচুর বই পড়তেন তাকে বলা হতো জীবন্ত লাইব্রেরী।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ব্লগারসহ পুরো অনলাইন জগতে। প্রথমে আহমেদ রশিদ বাহার ভাই তার মৃত্যুর খবরটি জানান এরপর থেকে এ বিষয়ে

ফেসবুকে প্রচুর পোস্ট আসতে থাকে।



ব্লগের পাশাপাশি তিনি পত্রিকা ফেসবুকেও লেখালেখি করতেন। "সোনালী যুগের সদ্ধানী" নামে তার লেখা এটি বইও রয়েছে। রিদওয়ান কবির সবুজ ভাইর সাথে ব্লগেই পরিচয়, সরাসরি কোন দিন দেখা হয়নি এবং কথাও হয়নি। তবুও তিনি ছিলেন অনেক আপন তার জন্য মন কাদে।

বলবো পৃথিবি চিরদিন থাকার জায়গা নয়। আমাদের সবাইকে চলে যেতে হবে মহান মনিবের ডাকে সাড়া দিয়ে। এখান থেকে আমাদের পরপারের পাথেয় সংগ্রহ করতে হবে। চলতে হবে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী রাসুল সাঃ এর দেখানো পথে। হে আল্লাহ আমাদের তৌফিক দান করুন-আমীন।

পরিশেষে বলবো রিদওয়ান কবির সবুজ ভাই ছিলেন একজন ভালো মানুষ, খুবই ভালো মানুষ। আমরা তার জন্য দোয়া করছি হে আল্লাহ আপনি রিদওয়ান কবির সবুজ ভাইকে ক্ষমা করে দিন। তাকে জান্নাতবাসী করুন। তার পরিবারকে সবরে জামিল অবলম্বন করার তৌফিক দান করুন-আমীন। ছুম্মা আমীন।

রিদওয়ান কবির সবুজ ভাই এর ব্লগ লিংকঃ

http://www.newsbybd.net/blog/blogdetail/bloglist/3609/sabuj1981

বিষয়: বিবিধ

১০০২ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386694
২১ আগস্ট ২০১৯ রাত ১০:২৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : মহান আল্লাহর কাছে ফরিয়াদ করি, তিনি যেন সবুজ ভাইকে সব গুনাহ মাফ করে জান্নাতবাসী করে।
২৭ আগস্ট ২০১৯ দুপুর ১২:৪৩
318413
লোকমান লিখেছেন : আমীন
386695
২১ আগস্ট ২০১৯ রাত ১০:৫৭
মাজহারুল ইসলাম টিটু লিখেছেন : স্যাটেলাইটের কথা মানে উনার আরেকটি বই লিখেছিলেন। যদিও বইটি এখন আর পাওয়া যায় না।
২১ আগস্ট ২০১৯ রাত ১১:০৪
318409
বাংলার দামাল সন্তান লিখেছেন : উনার বইগুলো কোথায় পাওয়া যাবে?
386696
২১ আগস্ট ২০১৯ রাত ১১:১৪
মাজহারুল ইসলাম টিটু লিখেছেন : সোনালী যুগের সন্ধানী রকমারিতে পাওয়া যায়। স্যাটেলাইটের কথা নাই তা উনি অনেক দিন আগে বলে ছিলে।
২৭ আগস্ট ২০১৯ দুপুর ১২:৪৪
318417
লোকমান লিখেছেন : হে আল্লাহ আপনি রিদওয়ান কবির সবুজ ভাইকে ক্ষমা করে দিন। তাকে জান্নাতবাসী করুন। তার পরিবারকে সবরে জামিল অবলম্বন করার তৌফিক দান করুন-আমীন। ছুম্মা আমীন।
386697
২১ আগস্ট ২০১৯ রাত ১১:৪৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সবুজ কবির ভাই জ্ঞানী লোক ছিলেন।
২৭ আগস্ট ২০১৯ দুপুর ১২:৪৪
318418
লোকমান লিখেছেন : হে আল্লাহ আপনি রিদওয়ান কবির সবুজ ভাইকে ক্ষমা করে দিন। তাকে জান্নাতবাসী করুন। তার পরিবারকে সবরে জামিল অবলম্বন করার তৌফিক দান করুন-আমীন। ছুম্মা আমীন।
386698
২২ আগস্ট ২০১৯ রাত ০৪:১৬
বাকপ্রবাস লিখেছেন : সবুজ ভাইকে উপলক্ষ করে আমরা ব্লগার রা
এক হতে পারি
386699
২২ আগস্ট ২০১৯ সকাল ১১:২৩
ইয়াফি লিখেছেন : মহান আল্লাহ সবুজ ভাইকে জান্নাতবাসী করন! উঁনি একজন বেশ পড়ুয়া ও জ্ঞানী মানুষ ছিলেন তাঁর লেখাতে বুঝা যায়। আল্লাহর উঁনার সকল ভাল কাজকে কবুল করে নেন। কৌতুহলোদ্দীপ্ত হয়ে জানতে ইচ্ছে করছে উঁনার সংক্ষীপ্ত জীবনালেখ্য!
২৭ আগস্ট ২০১৯ দুপুর ১২:৪৪
318419
লোকমান লিখেছেন : হে আল্লাহ আপনি রিদওয়ান কবির সবুজ ভাইকে ক্ষমা করে দিন। তাকে জান্নাতবাসী করুন। তার পরিবারকে সবরে জামিল অবলম্বন করার তৌফিক দান করুন-আমীন। ছুম্মা আমীন।
386700
২২ আগস্ট ২০১৯ সন্ধ্যা ০৬:৩০
আবু আশফাক লিখেছেন : হে আল্লাহ! রিদওয়ান কবির সবুজ ভাইয়ের ওপর তুমি রাজি খুশি হয়ে যাও। তাকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা করে নাও।
২৭ আগস্ট ২০১৯ দুপুর ১২:৪৩
318414
লোকমান লিখেছেন : আমীন
386702
২৩ আগস্ট ২০১৯ সকাল ০৯:৩২
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : আল্লাহ্ পাক সবুজ কবির ভাইকে জান্নাতবাসী করুন।
২৭ আগস্ট ২০১৯ দুপুর ১২:৪৪
318415
লোকমান লিখেছেন : আমীন
386716
২৩ আগস্ট ২০১৯ রাত ১০:৩৩
টাংসু ফকীর লিখেছেন : মহান রাব্বুল আলামিন সবুজ ভাইকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন। খুবই কষ্ট পেলাম। মনটা খুবই খারাপ হয়ে গেল। আমি তার লেখা খুব মনোযোগ দিয়ে পড়তাম। আল্লাহর ইচ্ছাই পূরণ হোক।
২৭ আগস্ট ২০১৯ দুপুর ১২:৪৪
318416
লোকমান লিখেছেন : আমীন
১০
386726
৩০ আগস্ট ২০১৯ সন্ধ্যা ০৬:২৬
আব্দুল গাফফার লিখেছেন : সজ্জন প্রিয় ভাইটির মৃত্যুতে আমরা সবাই ব্যথিত! উনি ছিলেন একজন ইতিহাস গবেষক,সমাজ সংস্কার,দার্শনিক। সত্যিই উনার মত মেধাবি পেতে অনেক সময় লাগবে। আল্লাহ আমাদের প্রিয় ভাইটি আপনি মাফ করে দিন। জান্নাত বাসী করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File