জানি তুমি আসবে
লিখেছেন লিখেছেন লোকমান ৩০ জানুয়ারি, ২০১৫, ০২:৪৮:২৭ রাত
তিমির রাত্রি জোৎস্নায় আলোকিত করতে
নি:সঙ্গ মুহুর্তগুলোয় একান্তে সঙ্গ দিতে
জানি তুমি আসবে।
জীবনটাকে নতুন করে রাঙিয়ে দিতে
একাকিত্বের সব যন্ত্রনা ভুলিয়ে দিতে
জানি তুমি আসবে।
হৃদয়ের খালি সিংহাসন দখল করে নিতে
তোমার সবটুকু ভালোবাসা উজাড় করে দিতে
জানি তুমি আসবে।
জীবনের সব কিছু ভাগাভাগি করতে
আনন্দ বেদনায় এক সাথে থাকতে
জানি তুমি আসবে।
তোমাকে আসতেই হবে হে বন্ধু
আমিও যে কত ভালোবাসা রেখেছি সুরক্ষিত
বসে আছি তোমার অপেক্ষায়।
জানি তুমি আসবে
তবে কেন এত অপেক্ষা?
এসো বেলা বয়ে যায়।
বিষয়: সাহিত্য
১৬৪০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার কাব্যিক নান্দনিকতায় পুরোনো একটা প্রবাদই মনে পড়ছে শুধু-
"নদীর এপাড় খে ছাড়িয়া নিঃশ্বাস!
ওপারেতে যত সূখ আমার বিশ্বাস!!"
আর কিছুই বলার নেই শ্রদ্ধেয় লোকমান ভাই!! শুভ কামনা রইল!!!
মন্তব্য করতে লগইন করুন