আইয়োরে আইয়ো...
লিখেছেন লিখেছেন কুশপুতুল ১২ জুন, ২০১৪, ০৩:৫৫:৩৮ দুপুর
চুপি চুপি দাদাভাই
এই দিকে আইয়ো...
ঝুড়িমুড়ি, ফলটল
নাশপাতি ছেঁচা জল
কাটাছেঁড়া আমরুল
কালো পাকা জামরুল
মন ভরে খাইয়ো।
দাদাঃ
আহা তুমি গেলে কই
পড়ে আছে পাকা দই
বিড়ালের উৎপাৎ
খায় দেখি দুধভাত
ইঁদুরটা এলোগেলো
কুকুরটা কিযে নিলো
সব কাজ রাখ না
নিয়ে এসো ঢাকনা
হাতে মোটা লাঠি নিয়ে
তাড়াতাড়ি আইয়ো।
আইয়োরে আইয়ো।।
বিষয়: সাহিত্য
১৪৪৫ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ক্যামনে তোমার ভাল লাগবে, নেংটু প্রেসিডেন্ট!
হাতুড়ি মেরে এই জমানায় করতে আসো লড়াই?
নেংটু নেংটু নেংটু.............
আহারে দুষ্টু পোলার মনে কী হাওয়া লাগলো।
এখন কেমন লাগে, শুনি?
আসলে আমিতো আগে পড়ি নি.... তাই পরিবর্তন করছেন কি না ঠিক ধরতে পারতিছি না....
ভুড়িমোটা প্রসিডেন্ট, হায়রে আজব দশা!
ভাল কিছু খাইতে হলে, ভাল হয়ে যাও।
প্রেসিড়েন্ট পড়েছে
ভাল হয়নি বলেছে
কুশপুতুল ক্ষেপেছে
আমি নতুন ছড়ুকার হউবার শেষ্টা করসি
I'm in a hurry.
পরে পড়ে অবশ্যই কমেন্ট করবো ইনশাআল্লাহ!
মানে এত খানা দেখে খাইতে ইচ্ছা করতেসে।
শুধু আমরুল টা চিনলামনা।
শব্দে বুনা কাব্য কথায়
মিছে খাইল দাদা,
তবু দাদা মুচকী হাসে
দাদা নাকি গাধা?
ঢং করোনা দাদা এবার
আসবে ছুটে দেশে,
লুঙ্গী পরে বসবে দাদা
খাইবে ঠেসে ঠেসে।
দাদা কিন্ত বড়্ খাদক
যদি থাকে দৈ,
দেখবে দাদার মুখে শূধূ
ফুটছে কথার খৈ?
দাদা নয়তো বড়ই রসিক
কোথায় কুশপুতুল,
এস আজি দেখে তোমায়
দেব খোপায় ফুল।
নাম ঠিকানা নেই জানা মোর
কেমনে সেথায় আসি,
কেমনে বলবে দাদা হে তোর
দারুণ মুখের হাসি।
চারিদিকে রক্তাক্ত জনপদে আর্ত্মচীৎকার। এসব মানুষদের বিভৎস ছবি দেখে কবি কুশপুতুল যদি লিখে সত্যর কবিতা, জাগাতে পারে ঘূমন্তদের, এতেই কবিতার স্বার্থকতা। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন