কোরআনের সৈন্দয্য দেখুন।
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ১২ জুন, ২০১৪, ০৩:৪২:১৬ দুপুর
পৃথিবীর বড় কোরআন
দেখেন গেটের জন্য কোরআনের মুরাল
বাচ্চার হাতে কোরআন। কি দারুন
ডিমের মধ্যে কোরআনে আয়াত লেখা (অনেক কস্ট হইছে মনে হয়)
গোগল মামু কয় এটাও নাকি কোরআন
হাতের আংগুলে কোরআন
এনড্রয়েড মোবাইলে কোরআন
কোরআনের ইভালুয়েশন বড় থেকে ছোট
সেদিন কোথায় জেন দেখলাম আমাদের প্রধান মন্ত্রীর কোরআন পড়ার ছবি এখন খুজে পেলাম না (এখানে সেটা হবে)
যাই হোক কি বুঝলেন আপনারা????
আমি কি আপনাদেরকে কোরআন এর ইভালুয়েশন দেখাচ্ছি??
না আমার একটা উদ্দেশ্য আছে।
===========
ওহে মুসলিম নাম ধারী মানুষ/শাসক কোরআন কি উপরের এই কাজ গুলো করার জন্য নাজিল হয়েছে??? হে মুসলিম নাম ধারী মানুষ/শাসক কোরআন কি এজন্য আসছে তোমার কাছে??? উত্তর না দিয়ে কোথায় যাও???
===========
আসলে আমাদের ইচ্ছা শক্তি থাকতে হবে। আমাদেরকে কুরআন পড়তে হবে বুঝতে হবে অনুধাবন করতে হবে জীবনে ইম্প্লিমেন্ট করতে হবে তাহলেই তো আমরা মুসলিম হবো আমাদের কাছে আল্লাহর সাহায্য আসবে।
আমার এক ভাই লান্স টাইমে সে খাবার খেয়ে সালাত আদায় করে কুরআন নিয়ে বসেছে, পড়ছেন অনুধাবন করার চেষ্টা করছেন আশাকরি তিনি তার জীবনে তা প্রমান করবেন ইনশাআল্লাহ। আসুন আমরাও কোরআনকে জীবনে ইম্প্লিমেন্ট করি।
আসলে আমাদের যা দরাকার:
০ কোরআন অন্তর দিয়ে পড়া
০ পড়ার সময় অর্থ বুঝে পড়া
০ অর্থ বোঝার পরে তা জীবনে ইম্প্লিমেন্ট করা
০ অর্থ না বুঝলে সঠিক আলেমের সাথে যোগাযোগ করা
০ কোরআনকেই জীবন গাইড হিসেবে নেয়া
০ সকল ক্ষেত্রে কোরআনের আইন গ্রহন করা
কেননা আল্লাহ সুবহানাহু তাআলা বলেন:
ذَلِكَ الْكِتَابُ لاَ رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ
এ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই। মুত্তাকিদের (আল্লাহ ভীরু) জন্য পথ প্রদর্শক।
(সুরা বাকারা/২)
বিষয়: বিবিধ
১৪৪৮ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার দোআয় আমীন।
আল্লাহ কোরআনে বলছেন:
আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহনের জন্য, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?
(সুরা কামার আয়াত ১৭)
তাই একবার চেষ্টা করুন।
আল হাদীসে নবীর আদেশ পড়
পড়ে পড়ে শিখ, শিখে শিখে
তুমি তোমার সোনার জীবন গড়।”
অর্থাত পড়তেই হবে। কোন বিকল্প নাই। (পরকালীন শাস্তি থেকে)বাঁচতে হলে পড়তে হবে।
মন্তব্য করতে লগইন করুন