স্বামী স্ত্রীর ছন্দে ছন্দে ঝগড়া
লিখেছেন লিখেছেন আলোকর্বর্তিকা ১২ জুন, ২০১৪, ০৩:৩৬:০৭ দুপুর
স্বামী –
আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ
আগে জানলে আনতাম না এমন ঝগড়াটে বউ।
স্ত্রী – নোটন নোটন পায়রা গুলি ঝোটন বেঁধেছে
আমাকে বিয়ে করতে তোমায় কে বলেছে?
স্বামী – ঐ দেখা যায় তালগাছ ঐ আমাদের গাঁ
বিয়ের আগে লক্ষ্মী মেয়ে, কিছুই চাইতো না।
স্ত্রী – হাড়-কিপ্টা………।
স্বামী – আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই
বিয়ের পরে এখন শুধু করে যে খাই খাই।
স্ত্রী – ছিপখান তিন দাঁড় তিন জন মাল্লা
কি আছে কপালে জানেন শুধু আল্লাহ।
স্বামী – ভোর হলো দোর খুলো খুকুমনি উঠোরে
ভালো যদি না লাগে বাপের বাড়ী ছোটরে।
স্ত্রী – আগুডুম বাগুডুম ঘোড়াডুম সাঁজে
আগে বুঝি নাই তুমি এত বাজে।
স্বামী – আয় বৃষ্টি ঝেঁপে ধান দিবো মেপে
আর বেশি চিল্লাইলে ধরবো গলা চেপে।
বিষয়: বিবিধ
৪০২৬ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন