অধ্ম্য ইচ্ছা থাকলে কি না করা যায়!
লিখেছেন লিখেছেন আলোকর্বর্তিকা ২১ জানুয়ারি, ২০১৬, ১২:৪১:৩৫ দুপুর
অধম্য ইচ্ছা থাকলে মানুষ সবই করতে পারে। কয়েকদিন আগের কথা ঢাকার ঐতিজ্যবাহী ৬নং বাস সার্ভিসে উঠলাম। দেখালাম যে ভাড়া নিচ্ছে তার একটা পা নেই। বাসের রেলিং ধরে ধরে ঝুলে ঝুলে এগুচ্ছে আর ভাড়া নিচ্ছে।খুবই ভাল লাগল তার এই অধম্য ইচ্ছে শক্তি দেখে। আবার আজ ইউটিউবে তার ছেয়ে ও আরো বেশী ইচ্ছে শক্তিমান মানুষ কে দেখলাম। আপনি ও দেখতে পারেন এখানে ক্লিক করে
বিষয়: বিবিধ
১২৮১ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
প্রথম শব্দটা যা দুবার এসেছে, ওটা ভিন্ন অর্থ মিন করে৷ ওটা 'অদম্য' হবে৷ এডিট করে ঠিক করে দেবেন৷ধন্যবাদ৷
মন্তব্য করতে লগইন করুন