অধ্ম্য ইচ্ছা থাকলে কি না করা যায়!

লিখেছেন লিখেছেন আলোকর্বর্তিকা ২১ জানুয়ারি, ২০১৬, ১২:৪১:৩৫ দুপুর

অধম্য ইচ্ছা থাকলে মানুষ সবই করতে পারে। কয়েকদিন আগের কথা ঢাকার ঐতিজ্যবাহী ৬নং বাস সার্ভিসে উঠলাম। দেখালাম যে ভাড়া নিচ্ছে তার একটা পা নেই। বাসের রেলিং ধরে ধরে ঝুলে ঝুলে এগুচ্ছে আর ভাড়া নিচ্ছে।খুবই ভাল লাগল তার এই অধম্য ইচ্ছে শক্তি দেখে। আবার আজ ইউটিউবে তার ছেয়ে ও আরো বেশী ইচ্ছে শক্তিমান মানুষ কে দেখলাম। আপনি ও দেখতে পারেন এখানে ক্লিক করে

বিষয়: বিবিধ

১২১০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357359
২১ জানুয়ারি ২০১৬ দুপুর ০১:০০
বিবর্ন সন্ধা লিখেছেন : কিনতু আমরা সুসথ থেকে ও আললাহর শুকরিয়া আদায় করি না।
২৪ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৫৭
298608
আলোকর্বর্তিকা লিখেছেন : ঠিক তাই
357388
২১ জানুয়ারি ২০১৬ রাত ০৮:১৯
শেখের পোলা লিখেছেন : সুবহানাল্লাহ৷
প্রথম শব্দটা যা দুবার এসেছে, ওটা ভিন্ন অর্থ মিন করে৷ ওটা 'অদম্য' হবে৷ এডিট করে ঠিক করে দেবেন৷ধন্যবাদ৷
360322
২৪ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৫৭
আলোকর্বর্তিকা লিখেছেন : থাঙ্কস

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File