আমরা কি কাকের চেয়েও অধম!!!

লিখেছেন লিখেছেন আলোকর্বর্তিকা ২৩ ডিসেম্বর, ২০১৫, ০৫:৫২:১৯ সকাল

গত কয়েকদিন আগের কথা, জুমার নামাজ পডে বাসায় আসলাম, অমনি বাসার পাশে অসংখ্য কাকের কা কা চিৎকার শুনতে পেলাম। বারান্দায় গিয়ে দেখি একটা কাক বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে তাই সবাই চিৎকার করে শোক পালন করছে!!!! আর আমরা মানুষ হয়ে ও একটা মানুষ মরে রাস্তায় পডে থাকলে ও তাকিয়ে দেখি না!! তাহলে কি আমরা কাকের চেয়ে ও অধম হয়ে গেলাম!!!

দেখুন কাকের শোক পালন

বিষয়: বিবিধ

১১৯২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355090
২৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৩৪
আফরা লিখেছেন : মনে হয় ---------------ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File