ফুটবল ব্যারামে...
লিখেছেন লিখেছেন কুশপুতুল ১০ জুন, ২০১৪, ১০:২৭:১৩ রাত
গোল গোল আহা গোল, ফুটবল বিশ্বে
চোখে ধাঁ ধাঁ লেগে যায়, পতাকার দৃশ্যে
পতাকারা উড়ছে, শহরে ও গেরামে
দেশটা যে ভোগছে, ফুটবল ব্যারামে
ধুমধাম হই চই, আয়োজন চলছে
কোন দল জিতবে, আগে ভাগে বলছে
মাতামাতি কাকে নিয়ে; মেসি আর নেইমার
কেরামতি কার কতো, দেখা যাবে এইবার।
বিষয়: বিবিধ
১১৩৬ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইচ্ছে করে দেই মার
ফুল কুল তুল তুল
গাভেজা শীশিরে
বুল বুল মসগুল
কার গান গাহীরে.।.।
ফুটবল নিয়ে চমৎকার লিখেছেন
ধন্যবাদ।
ধন্যবাদ।
পাগলামী কাকে বলে, কত প্রকার এবং কী কী?
এত থোট থাততে থেলা দেততে অয়না।
বুদেত?
হবে না ভাই বিশ্বকাপের ফুটবল খেলা দেখা
রাগ করেছেন বুঝি
বলেন সোজাসুজি।
আপনে সাপোর্ট করেন এইবার কোন দল।
উহহু ছন্দ মিলল না।
না না না কইতাম না
আগে আপনে কোন দিকে সেটা বলেন। তারপরে আমারটি।
হারুক জিতুক তবুও ভাই এটা ছারুম না।
দুঃসাহস আছে কার
তাকে ঠেকাবার
শুনলে পরে ধরে তাকে, মুড়িয়ে দিবে পেপার
খেলা নিয়ে ,,,,,,,,,,,,,,,,,,,,
অজান্তে গড়ে উঠে বন্ধুত্ব
তা হতে পারে অপ্রত্যাসিত কোন ব্যক্তির
সাথে , সময়ের প্রয়োজনে জীবনের
বাস্তবতায় আবার তার বিচ্ছেদ ও ঘটে ,
প্রয়োজনের তাকিদে অনেক
দূরে চলে গেলেও যেনো মুছে না ফেলি সৃতির
পাতা থেকে কেউ কাউকে ।
কী হয়েছে আপনার আর কী বলছেন আপনি পরিষ্কার করে বলেন।
আগা মাথা কিচ্ছু বুঝতেছি না।
আমি আর্জেন্টিনা না!
আমি জার্মানি না!
আমি স্পেন ও না!
তাইলে....
?
?
আমি বাংলাদেশ!!!!!
মন্তব্য করতে লগইন করুন