কবি ফররুখ
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১০ জুন, ২০১৪, ১০:২৪:৫৪ রাত
মুসলিম রেনেসাঁর কবি তুমি ,
ছিলে কবিতার মাঝি।
আমি আজ চিত্কার করে বলি ,
তুমিই ছিলে আসল কবি।
আজ আমি আমার সকল শক্তি দিয়ে বলি ,
হে বাংলাদেশ ,কোথায় পাবে আর এমন কবি ?
যে ,জাগাবে বিপদে মজলুমকে ?
যে ,হুশিয়ার করে কবিতা লিখবে ?
কবি ফররুখ আজ তুমি আমাদের দেশে অবেহেলিত ,
জাতীয় সম্মান থেকে বঞ্চিত।
কিন্তু তুমি আমাদের অন্তরে ঠিকই রয়েছ।
বিষয়: বিবিধ
১৩৭৭ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
রাত পোহাবার কত দেরী
জেগে উঠো নতুন করে একুশ শতকের পাঞ্জেরী।
--মানিক।
রাষ্ট্রীয় পর্যায়ে তেমন কোন আয়োজন নাই, মডুরাও তো কোন পোস্ট স্টিকি করলো না। এনামুল হক মানিক ভাই একটা দারুন পোস্ট দিছে ফররুখকে নিয়ে, আমিসহ অনেকেই বললাম স্টিকি করার জন্য কিন্তু কে শোনে কার কথা...
গতকাল আমি 'রেনেসাঁর কবিঃ ফররুক আহমদ' সিরোনামে একটি পোস্ট দিয়েছি,পড়ার আমন্ত্রণ রইল।
অজান্তে গড়ে উঠে বন্ধুত্ব
তা হতে পারে অপ্রত্যাসিত কোন ব্যক্তির
সাথে , সময়ের প্রয়োজনে জীবনের
বাস্তবতায় আবার তার বিচ্ছেদ ও ঘটে ,
প্রয়োজনের তাকিদে অনেক
দূরে চলে গেলেও যেনো মুছে না ফেলি সৃতির
পাতা থেকে কেউ কাউকে ।
মন্তব্য করতে লগইন করুন