#বিশ্ব কাপ ফুটবল ও রমজানুল মোবারক!!!
লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ১০ জুন, ২০১৪, ১০:০৩:১৬ রাত
আর কিছু দিন পরে বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠবে জমাকলো অনুস্ঠানের মাধ্যমে।
জানিনা এব্যাপারে একজন মুসলমান হিসাবে আমাদের অনুভূতি কি রকম হতে পারে। ?
আর কিছু হোক বা না হোক এই বিশ্বকাপরে মাধ্যমে লাখো মুসলমানের ঈমান-আমল যে ধ্বংস হবে তা নিঃসন্দেহে বলা যায়।
সামন্যতম শরিয়তের ইলেম যার ভিতরে আছে,সে কখনও এই খেলা বা খেলাগঠিত কারনে যা গটবে তা জায়েয তো বলবেই না বরং একদম হারাম কবিরা গুনাহ বলতে কোন ইশকাল করবে না।
অথচ এই হারাম কাজের জন্য আমরা লাখো মুসলমান উদগ্রীব-উদ্দিপনা নিয়ে কত আগ্রহের সহিত দিন গননা করছি।
কিন্তু ! বরকতময় মাস,রহমতের মাস ,গুনাহ মাফের মাস ,নাজাতের মাস আমাদের একেবারে কাছা-কাছি চলে আসছে!
আমরা বিশ্ব বেহায়পনা ইহুদী-নাসারাদের ঈমান বিধ্বংসী নাজায়েয হারাম খেলার জন্য যে রকম উদগ্রীব, উদ্ধিপনা নিয়ে দিন গননা করি ,সে ভাবে কি রহমত,বরকত,মাগফিরাত ও নাজাতের মাসের জন্য দিন-মাস গননা করি।
অথচ রাসুলে আকদাস সা. আমাদেরকে দু'মাস আগ থেকে অর্থ্যা রজবের চাঁদ থেকে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য শিক্ষা দিয়েছেন।
আফসোস!আজ আমাদের জন্য!
বিষয়: বিবিধ
১১৯৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাই ব্লগার হতাভাগা।আমার ভূল কিল্কিকের কারনে আপনার কমেন্টটি মুছে যাওয়া আন্তরিক ভাবে দু:খিত।
আপনার কমেন্টের জবাব-
এত বড় বিশ্ব নাফরমানির কারনে বরকতময় মাস থেকে কত মুসলমান মাহরুম হবে তা ভাবতে কস্ট লাগে ।আল্লাহ মুসলমানদেরকে সহী বুঝ দান কর।
ইরান তো এমনিই বাদ,আর আলজেরিয়া কেন?ইসলাম বিরোধী কাজ যেই করবে সে যে দেশের হোক না কেন তা ইসলাম বিরোধীই হবে।
আর কোন দেশেে জন্ম গ্রহন করলে কেউ বড় বা ছোট মুসলমান হয়ে যায় না।আমাদের ইসলামে এই ভেদা ভেদ নাই।
বরং আল্লাহ তায়ালার কাছে সবচেয়ে সম্মানিত ব্যাক্তি ঐ ব্যা ক্তি যে, বেশি আল্লাহকে ভয় করে।-আল কুরআন
আর এটা সম্ভব করতে পেরেছে আমার আম্মু!!
অজান্তে গড়ে উঠে বন্ধুত্ব
তা হতে পারে অপ্রত্যাসিত কোন ব্যক্তির
সাথে , সময়ের প্রয়োজনে জীবনের
বাস্তবতায় আবার তার বিচ্ছেদ ও ঘটে ,
প্রয়োজনের তাকিদে অনেক
দূরে চলে গেলেও যেনো মুছে না ফেলি সৃতির
পাতা থেকে কেউ কাউকে ।
মন্তব্য করতে লগইন করুন