বিয়ে বিয়ে খেলা...

লিখেছেন লিখেছেন কুশপুতুল ০৯ জুন, ২০১৪, ১২:৩২:২৫ দুপুর

সখিনার বাপ কৃষক মানুষ, সখিনা ছিল ছাত্রী,

পাড়ার লোকেরা হাসিমুখে বলে, সখিনা ভাল পাত্রী।

সেভেনে পড়ে সখিনা যখন, বিয়ের কথা আসে,

এ কথা শুনে গোপনে সখিনা, চোখের জলে ভাসে।

বিদেশ ফেরৎ ছেলেটি ভালো, সুখের জীবন গড়ো,

লেখাপড়া ছেড়ে খুশি মনে মা, স্বামীর সংসার করো।

সখিনার কথা ভাবে না কেউ, ভাবে তার সুখ নিয়ে,

ভোজভাজ আর বাজ্জি ফোটে, সখিনার আজ বিয়ে।

বিয়ে পড়াবে এমন সময়, পুলিশ এসে হাজির,

বেড়া ভেঙ্গে সব পালালো বটে, বিপদ হয়েছে কাজীর।

হাসি ফুটে ওঠে সখিনার মুখে, অন্যের মাথায় বাজ,

সবাই বলে অভিমান করে, এটা `কুশপুতুলের' কাজ!

সখিনা এখন নাইনে পড়ে, এইটে পেয়েছে বৃত্তি,

সখিনার মা হাসিমুখে বলে, দেখেন মেয়ের কীর্তি!

বিষয়: সাহিত্য

১১০১ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

232733
০৯ জুন ২০১৪ দুপুর ১২:৫৬
ডক্টর সালেহ মতীন লিখেছেন : সখিনার বিয়ে নিয়ে ভালোই জমেছে পদ্য,
খুব মন চায় জাসতে ঘটনাটি কি সদ্য ?
এমন শত সখিনা্রা এমন বিপদে পড়ে,
অবশ্য এখন কিছুটা হলেও সমাজের টনক নড়ে।
সবাই যদি সচেতন হই কুশপুতুলের লাহান,
তবেই বুঝি শেষ হবে বাল্য বিয়ের বয়ান।
০৯ জুন ২০১৪ দুপুর ০১:৫৬
179445
কুশপুতুল লিখেছেন : কত শত মেয়ে এমনি করে, হয়েছে যায় শখের বলি
না ফুটিতে ফুল অকালেই ঝরে, কত যে ফুলের কলি!
232740
০৯ জুন ২০১৪ দুপুর ০১:১৮
সিটিজি৪বিডি লিখেছেন : আমাদের দেশে এখনো বাল্য বিবাহ হতে দেখা যায়। এক শ্রেনীর প্রবাসী দেশে এসেই স্কুল পড়ুয়া ছাত্রীদেরকে বিয়ে করতে মরিয়া হয়ে উঠে..........
০৯ জুন ২০১৪ দুপুর ০১:৫৭
179446
কুশপুতুল লিখেছেন : মেয়ের বয়স এগারো বারো, ছেলের বয়স তেশ
টাকার লোভে লোকেরা বলে, মানাবে বেশ বেশ!
232745
০৯ জুন ২০১৪ দুপুর ০১:৩৩
প্রবাসী আশরাফ লিখেছেন : এই সখিনাদের যদি পারিবারিকভাবে একটু সুযোগ দেওয়া হয় তবে তারাও সুশিক্ষিত হতে পারে।
০৯ জুন ২০১৪ দুপুর ০২:০১
179447
কুশপুতুল লিখেছেন : কত প্রতিভা অকালে ঝরে, হিসেব রাখে না জাতি
অংক কষে সাফল্য দেখায়, মিছে করে মাতামাতি।
232763
০৯ জুন ২০১৪ দুপুর ০২:২০
সুশীল লিখেছেন : ভালো লাগলো পিলাচ
০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
179600
কুশপুতুল লিখেছেন : অনেক ধন্যবাদ।
232767
০৯ জুন ২০১৪ দুপুর ০২:২৬
আব্দুল গাফফার লিখেছেন : আজ কাল সমাজে পিতা-মাতা মেয়ের বয়স বাডার সাথে সাথে খুব টেনশনে থাকেন ।কারন হিসাবে অনেক বলা যায়।একজন ছেলে একজন মেয়ের সাথে ইটিসপিটিস করতে যেয়ে ধরা খেলে ছেলে কয়েক দিন যেতে না যেতে বিয়ে করতে পারে।আর মেয়ে মেয়ের বাবার এই সমাজে টিকে থাকা নিয়ে হইচই পডে যায়। জেনে শুনে অনেক পিতা-মাতা তাই নাবালিকা মেয়েকে বিয়ে দিয়ে দায় সারেন ।
০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
179601
কুশপুতুল লিখেছেন : নাবালিকা মেয়ে বিয়ে দিয়ে যারা, দায় সারে ভাই
ভালোটি ভেবে খারাপটি করে, এত বোকা আর নাই
232830
০৯ জুন ২০১৪ বিকাল ০৪:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আহারে একটা বিয়া ভেঙ্গে গেল!!!!
দাওয়াত টা পাইলে পেট ভরে একখান ভোজ খাওয়া যাইত। কে যে ভাঙ্গল?? তারে পাইলে.......












তবে মনে সে কাজটা ভালই করেছে।

০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
179605
কুশপুতুল লিখেছেন : মানুষের মাঝে অনেক প্রতিভা, অকালে যায় ঝরে
বাল্য বিয়ে সুখ আনে না, দুৎখ আনে ঘরে
233450
১০ জুন ২০১৪ রাত ১১:২১

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File