“নারী”

লিখেছেন লিখেছেন Medha ০৯ জুন, ২০১৪, ১২:৫১:৫০ দুপুর

গর্ভবতী একজন মহিলা রাস্তা দিয়ে হেটে যাচ্ছে। রাস্তার পাশে দুইজন যুবক বসে আছে। তারা একজন মহিলাকে লক্ষ করে বলতেছে, মহিলাটির পেটে ছেলে নাকি মেয়ে?

একজন বললো ছেলে, আরেক জন বললো মেয়ে।

এভাবে তারা বিতর্ক করতে শুরু করলো। তারপর এই দুইজন

গর্ভবতী মহিলাকে জোরপূর্বক ধরলো, এবং মহিলার পেট কেটে দেখলো ছেলে নাকি মেয়ে?

__________

কি ,অবাক হচ্ছেন?? । হ্যা, এমনটাই হতো আইয়ামে জাহিলিয়াতের যুগে। যখন নারীদের ছিলনা কোনো মুল্য। কন্যা সন্তান জীবন্ত পুতে ফেলা হত।।

মানববতার মুক্তির দিশারী রাসূলুল্লাহ (সাঃ) দিলেন নারীদের অধিকার। বসালেন মায়ের আসনে।

_______

আজ আমাদের সমাজে "কতিপয় নারী বলে ইসলাম নাকি নারীদের অধিকার দেয়নি । আসলেই ইসলাম কি নারীদের

অধিকার দেয় নি? ইসলাম নারীকে দিয়েছে সব ধর্মের থেকে বেশি সম্মান।।।

দিয়েছে মায়ের পায়ের নিচে বেহেশত ।

স্ত্রীকে দিয়েছে তাঁর স্বামীর প্রতি অধিকার ।

বোনকে দিয়েছে তাঁর ভায়ের প্রতি অধিকার ।

তাহলে তাঁরা আর কিসের অধিকার চাইছে ?

অহহ!! তাঁরা চাচ্ছে বেহায়াপনার অধিকার , নাকি অর্ধ-উলঙ্গ হয়ে চলার অধিকার , নাকি চাচ্ছে পুরুষের সাথে অবাধ মেলামেশার অধিকার , নাকি চাচ্ছে ছেলে বন্ধুর সাথে রাত কাটানোর অধিকার ?

একজন প্রকৃত মুসলিম ভাই তার বোনকে কখনো কি এই অধিকার গুলো দিবে ? কখনই দিবে না।।

আশা করি সকল মুসলিম ভাই ও বোনেরা আমার সাথে একমত হবেন।।

বিষয়: বিবিধ

১২৭৭ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

232739
০৯ জুন ২০১৪ দুপুর ০১:১৭
মাই নেম ইজ খান লিখেছেন : শুধু আইয়ামে জাহেলিয়াত নয়

রাশিয়াতে এবং অনেক মুসলিম দেশেও এখন এমন নির্যাতন হয় অমুসলিমদের দ্বারা...
232742
০৯ জুন ২০১৪ দুপুর ০১:২২
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : হুমমম!! আপনার সাথে একমত না হয়ে উপায় আছে?

মালিকের মুয়াত্তা হাদিস ২.২৩.৯০: ইয়াহিয়া—মালিক—নাফি থেকে। ইয়াহিয়া বললেন যে আবদুল্লাহ ইবনে উমরের ক্রীতদাসীরা তাঁর পা ধৌত করতো এবং তাঁর কাছে খেজুর পাতার তৈরি এক মাদুর নিয়ে আসত। সে সময় তারা ঋতুমতী ছিল। মালিককে জিজ্ঞাসা করা হল কোন এক ব্যক্তি গোসল করার আগেই কি তার সব ক্রীতদাসীদের সাথে যুগপৎ সহবাস করতে পারবে? তিনি (অর্থাৎ মালিক) উত্তর দিলেন যে গোসল ছাড়াই পরপর দুইজন ক্রীতদাসীর সাথে সহবাসে কোন অসুবিধা নাই। কিন্তু যখন কোন স্বাধীন স্ত্রীর সাথে সহবাসের দিন থাকবে সেদিন অন্য আর এক স্বাধীন স্ত্রীর সাথে যৌন সঙ্গম করা যাবে না। কিন্তু এক ক্রীতদাসীর সাথে যৌন সঙ্গমের পর সাথে সাথে অন্য ক্রীতদাসীর সাথে সহবাস করা আপত্তিকর নয়—যদিও তখন লোকটি জুনুব (সহবাসের পর তার কাপড়ে অথবা দেহে বীর্য ও অন্যান্য কিছু লেগে থাকা)।


সত্যই!! বেহায়পনা ইসলাম একদম পছন্দ করে না!!!!!!!
১০ জুন ২০১৪ বিকাল ০৪:১৮
179918
Medha লিখেছেন : আপনি অনেক কিছু বুঝেন, এবং এটাও জানেন যে আপনি অপব্যাখ্যা করছেন। এমন অনেক হাদিস আছে, যেখানে মদপান যায়েজ, কিন্তু পরবর্তিতে একটা হাদিস দ্বারা সব বাতিল করা হয়েছে। তবে খুশি হলাম আপনি হাদিস পরেন যেনে, নাহলে তো উদ্রিতি দিতে পারতেন না। আরো পরেন।Happy>-
232743
০৯ জুন ২০১৪ দুপুর ০১:২৬
মোঃ কবির হোসেন লিখেছেন : কি ,অবাক হচ্ছেন?? । হ্যা, এমনটাই হতো আইয়ামে জাহিলিয়াতের যুগে।আমি এই যুগে আইয়ামে জাহিলিয়াতের অধিক ভয়ংকর দেখছি।ধন্যবাদ। Rose
১০ জুন ২০১৪ বিকাল ০৪:১৯
179919
Medha লিখেছেন : আপনাকেও ধন্যবাদ.....
232762
০৯ জুন ২০১৪ দুপুর ০২:১৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১০ জুন ২০১৪ বিকাল ০৪:২০
179920
Medha লিখেছেন : আপনাকেও ধন্যবাদ.....
232807
০৯ জুন ২০১৪ বিকাল ০৪:২৩
ইবনে আহমাদ লিখেছেন : একমত না উপায় নেই। অবশ্যই আপনার সাথে একমত। আইয়ামে জাহিলিয়াত আর নব্য বাকশালী জাহিলিয়াতের মধ্যে পার্থক্য কী?
১০ জুন ২০১৪ বিকাল ০৪:২১
179922
Medha লিখেছেন : জাহেলিয়াতের আধুনিক সংস্করন.......

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File