ইসলাম নিয়ে ক্যাচালে আগ্রহীদের কিছু নীতিমালার ব্যাপারে দৃষ্টিআকর্ষন।
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৯ জুন, ২০১৪, ০১:৩২:১৫ দুপুর
ইসলাম নিয়ে ক্যাচালে আগ্রহীদের কিছু নীতিমালার ব্যাপারে দৃষ্টিআকর্ষন।
-------------------------
ইসলাম নিয়ে যথাযথ কথা বলতে না পারার মুল কারন উসুলে ফিকাহ না জানা।
কুরআনের সব ফরজ না। কুরআন সহজ স্পষ্ট। ত্যানা পেছিয়ে কঠিন করার সুযোগ নেই। কঠিন করাটা কুরআন ও ইসলামের স্পিরিট বিরোধী।
কুরআন ব্যাখ্যাকারী হাদীস ছাড়া অন্য হাদীস গুলো উসওয়াতুন হাসানাহ। যা বাধ্যতামূলক নয়।
সমস্যার আলোকে মাসআলা নির্ধারিত হবে। এতে পূর্ববর্তী ফতোয়ার কার্যকারীতা নাও থাকতে পারে।
সাহাবী তাবেয়ী তাবে তাবেয়ীন সহ ইসলামী স্কলারদের অনুসরন করা ভাল। তবে বাধ্যতামূলক নয়।
সবসময় মানবতার সমস্যার সমাধান , কল্যান ও ইসলামের বৃহত্তর স্বার্থই প্রাধান্য পাবে।
(সংশোধন ও সমালোচনা সাদরে গ্রহন করা হবে।)
বিষয়: বিবিধ
১১১৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কুরআন ব্যাখ্যাকারী হাদীস ছাড়া অন্য হাদীস গুলো উসওয়াতুন হাসানাহ। যা বাধ্যতামূলক নয়।
উসওয়াতুন হাসানাহ সাথে বাধ্যতামূলক বলতে কি বুঝিয়েছেন? এগুলো বিতর্ক কমাবে না বরং বাড়াবে।
সমস্যার আলোকে মাসআলা নির্ধারিত হবে। এতে পূর্ববর্তী ফতোয়ার কার্যকারীতা নাও থাকতে পারে।
সাহাবী তাবেয়ী তাবে তাবেয়ীন সহ ইসলামী স্কলারদের অনুসরন করা ভাল। তবে বাধ্যতামূলক নয়।
এই মন্তব্য মোটেই সঠিক নয়। আমি তা মন্তব্যই বললাম। কারন বিস্তর আলোচনার দাবী রাখে। সাহাবী তাবেয়ী এবং তাবে তাবেয়ীনদের বিষয়ে যদি এই নীতিমালা তাহলে বলবো - সাবধান। মেহেরবানী করে সোর্স কিতাবগুলো পড়ুন। যদিও আপনার পড়া আছে মনে করি।
ভাই আপনাকে মহব্বত করি লিল্লাহ। আপনার বিষয়ে লিখুন,মতামত দেন,মন্তব্য করুন। দয়া করে নতুন করে অন্য কিছু শুরু করবেন না।
সংশোধন প্রত্যাশা করেছি। নীচে ব্যাকেটে দেখুন।
তবে ঝামেলাগুলো এই জায়গাই হচ্ছে দেখছি।
কুরআনে সমস্যা নাই। সমাজ পরিচালনার জন্যে আইনের ক্ষেত্রে এই জায়গাতেই সমস্যা পাচ্ছি।
আমি রোগগুলোর কাছাকাছ পৌছাইছি। এইবার দরকার রেফারেন্স। তারপর অনেকের লা'জওয়াব হওয়ার সম্ভাবনা।
মন্তব্য করতে লগইন করুন