দোয়া করো, চ্যালেঞ্জ নিলাম, পড়বো না মা পিছে!
লিখেছেন লিখেছেন কুশপুতুল ২৮ মে, ২০১৪, ০৮:৪০:২৯ রাত
মা-বাবাঃ
মাগো তোমার রেজাল্ট পেয়ে খুশি হয়েছি,
ভর্তি হওয়ার টেনশানে মা, চিমসে রয়েছি!
ভালো কলেজ বলে বলে, ছুটছে সবাই ঢাকা,
মফস্বলের কলেজগুলো, রইবে বুঝি ফাঁকা!!
মেয়েঃ
কলেজ আমায় পড়াবে না, পড়ব আমি নিজে,
ঢাকা শহর, ভালো কলেজ, ভাবছে লোকে কি যে!
আমি যদি চ্যালেঞ্জ করে পড়ি মফস্বলে,
ভেবো না মা, টাকাগুলো ঢালছ শুধু জলে।
মা-বাবাঃ
যাচ্ছে যারা ঢাকা শহর, করবে তারা লড়াই
নামী-দামি কলেজে পড়ে, করবে আড়াই-বড়াই
করবে তারা ভালো রেজাল্ট, হবে বড় কিছু,
তাদের দেখে হয় যদি মা, তোমার মাথা নিচু!
মেয়েঃ
আমি তো নই এমন মেয়ে, ভাবছ কেনো মিছে,
দোয়া করো, চ্যালেঞ্জ নিলাম, পড়বো না মা পিছে!
বিষয়: সাহিত্য
১০০৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল কলেজে পড়লেই কি মানুষ ভাল হয়। বুয়েট থেকে পাস করা প্রকেীশলি কি দুর্নিতি করে এমন ব্রিজ বানায়নি যে ব্রিজ ভেঙ্গে মানুষের মৃত্যু হয়েছে। আমাদের সকল বাবা-মা আর ছেলে-মেয়েদের যদি এই বোধটা হতে।
অনেক ধন্যবাদ।
সাহসী-প্রত্যয়ী-মেধাবী মেয়েটা তুমি পারবে, পারবেই, পারতে তোমাকে হবেই! ইনশাআল্লাহ! এগিয়ে চলো নতুন উদ্যোমে... > > > ...
মন্তব্য করতে লগইন করুন