ধরনীকে সুনাগরিক উপহার দেয়ার লক্ষ্যে এক নতুন ধরনের আন্দোলনের দিকে আপনাদের মনোযোগ আকর্ষন করছি

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৮ মে, ২০১৪, ০৮:৪৫:৩৭ রাত

আসসালামু আলাইকুম

প্রিয় দেশবাসী ও তৌহিদী জনতা..

নৈতিকতার দৃষ্টিকোনে পৃথিবীর এই ক্রান্তি লগ্নে আপনাদের আজ একটি গুরুত্বপূর্ন বিষয়ে লিখছি....

ইসলামিক সিভিলাইজেশান তৈরীর লক্ষ্যে সামাজিক কাজ বেইসড নন পলিটিকেল একটি দাওয়াহ মুভমেন্টের বা নৈতিকতা তৈরীর আন্দোলনের কোর কমিটির সদস্য করার ক্ষেত্রে কি যোগ্যতা বিবেচনায় নেয়া যেতে পারে?

পূর্ন সদস্য করার জন্যে কি যোগ্যতা বিবেচনায় নেয়া দরকার?

এই প্রশ্নটি সংশ্লিষ্টদের মনে ঘুরপাক খাচ্ছে।

মনে রাখতে হবে সামাজিক কাজ করা আর স্বজাতির পারপাস সার্ভ করার জন্যে সামাজিক কাজ এর মধ্যে বিস্তর ফারাক..

কোন দলের সাথে দ্বন্ধ নয় মায়ামমতা দিয়ে এই জাতিকে গঠনের দিকে এগিয়ে আসতে হবে। তবুও ভাল এর সাথে খারাপের দ্বন্ধ থাকবেই। সব কিছুকে বিবেচনায় নিয়ে আল্লাহকে হাজির নাজির জেনে দেশ ও বিশ্বের কল্যানের জন্যে ধরনীকে সুনাগরিক উপহার দেয়ার লক্ষ্যে এক নতুন ধরনের আন্দোলনের দিকে আপনাদের মনোযোগ আকর্ষন করছি.... (ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবীন)

পরামর্শ প্লিজ....

আল্লাহ হাফিজ

আপনাদেরই

লোকমান

বিষয়: বিবিধ

১১৩৫ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

227658
২৮ মে ২০১৪ রাত ০৯:৫১
নিউজ ওয়াচ লিখেছেন : আপ্নে কি তার আমীর?
২৮ মে ২০১৪ রাত ১০:১৪
174468
লোকমান বিন ইউসুপ লিখেছেন : অপ্রাসঙ্গিক। নতুন ধরনের আন্দোলনের দিকে আপনাদের মনোযোগ আকর্ষন করছি.
227671
২৮ মে ২০১৪ রাত ১০:০৪
ভিশু লিখেছেন : সাবাস! সাবাস!! Applause Applause Applause Thumbs Up Thumbs Up Thumbs Up
এগিয়ে চলুন > > > নতুন দিগন্তে সোনালী সূর্যোদয়ের পানে > > > Loser Good Luck Rose Bee
227702
২৮ মে ২০১৪ রাত ১০:৩৫
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ সামনে চলুন....।
227722
২৮ মে ২০১৪ রাত ১১:১৯
227777
২৯ মে ২০১৪ রাত ০৪:৪৭
সাদাচোখে লিখেছেন : অর্গানাইজড আলোচনা করার সুযোগ বুঝিবা ব্লগে সম্ভব নয় - লিখার আলোকে কমেন্ট পড়ে তাই মনে হল।

এ্যানীওয়ে আপনার প্রশ্নের উত্তর সম্ভবতঃ ইসলামের 'আখলাক' এ পাওয়া যাবে - আপনি ওর মধ্য হতে সিলেক্ট করে নিতে পারেন।

এর বাহিরে গুগল এ মোহাম্মদ সঃ এর চরিত্র কিংবা সাহাবী রাঃ এর চরিত্র লিখে সার্চ করলেও বেশ কিছু গুনাবলী পাবেন ও সেখান থেকে সিলেক্ট করে নিলে আপনার কাজ সহজ হবে।

ধন্যবাদ সৎ চিন্তা করার জন্য।
২৯ মে ২০১৪ সকাল ০৭:৫২
174566
লোকমান বিন ইউসুপ লিখেছেন : আপনি মূল পয়েন্টটি ধরতে পেরেছেন। আপনাকে ফেবুতে পেলে খুশি হতাম। https://www.facebook.com/lokmanbinyousuf
২৯ মে ২০১৪ রাত ০৮:৫৫
174968
সাদাচোখে লিখেছেন : কিন্তু আমি যে ভাই - ফেইসবুক ব্যবহার করিনা। সেই জন্য এ্যাকসেস করা হয়নি। ধন্যবাদ, ভাল থাকবেন। সাফল্য কামনা করছি - সবসময়।
229081
০১ জুন ২০১৪ বিকাল ০৫:১২
মিজবাহ লিখেছেন : আপনার চিন্তাকে সু-স্বাগতম জানাচ্ছি ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File