ধরনীকে সুনাগরিক উপহার দেয়ার লক্ষ্যে এক নতুন ধরনের আন্দোলনের দিকে আপনাদের মনোযোগ আকর্ষন করছি
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৮ মে, ২০১৪, ০৮:৪৫:৩৭ রাত
আসসালামু আলাইকুম
প্রিয় দেশবাসী ও তৌহিদী জনতা..
নৈতিকতার দৃষ্টিকোনে পৃথিবীর এই ক্রান্তি লগ্নে আপনাদের আজ একটি গুরুত্বপূর্ন বিষয়ে লিখছি....
ইসলামিক সিভিলাইজেশান তৈরীর লক্ষ্যে সামাজিক কাজ বেইসড নন পলিটিকেল একটি দাওয়াহ মুভমেন্টের বা নৈতিকতা তৈরীর আন্দোলনের কোর কমিটির সদস্য করার ক্ষেত্রে কি যোগ্যতা বিবেচনায় নেয়া যেতে পারে?
পূর্ন সদস্য করার জন্যে কি যোগ্যতা বিবেচনায় নেয়া দরকার?
এই প্রশ্নটি সংশ্লিষ্টদের মনে ঘুরপাক খাচ্ছে।
মনে রাখতে হবে সামাজিক কাজ করা আর স্বজাতির পারপাস সার্ভ করার জন্যে সামাজিক কাজ এর মধ্যে বিস্তর ফারাক..
কোন দলের সাথে দ্বন্ধ নয় মায়ামমতা দিয়ে এই জাতিকে গঠনের দিকে এগিয়ে আসতে হবে। তবুও ভাল এর সাথে খারাপের দ্বন্ধ থাকবেই। সব কিছুকে বিবেচনায় নিয়ে আল্লাহকে হাজির নাজির জেনে দেশ ও বিশ্বের কল্যানের জন্যে ধরনীকে সুনাগরিক উপহার দেয়ার লক্ষ্যে এক নতুন ধরনের আন্দোলনের দিকে আপনাদের মনোযোগ আকর্ষন করছি.... (ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবীন)
পরামর্শ প্লিজ....
আল্লাহ হাফিজ
আপনাদেরই
লোকমান
বিষয়: বিবিধ
১১৩৫ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এগিয়ে চলুন > > > নতুন দিগন্তে সোনালী সূর্যোদয়ের পানে > > >
এ্যানীওয়ে আপনার প্রশ্নের উত্তর সম্ভবতঃ ইসলামের 'আখলাক' এ পাওয়া যাবে - আপনি ওর মধ্য হতে সিলেক্ট করে নিতে পারেন।
এর বাহিরে গুগল এ মোহাম্মদ সঃ এর চরিত্র কিংবা সাহাবী রাঃ এর চরিত্র লিখে সার্চ করলেও বেশ কিছু গুনাবলী পাবেন ও সেখান থেকে সিলেক্ট করে নিলে আপনার কাজ সহজ হবে।
ধন্যবাদ সৎ চিন্তা করার জন্য।
মন্তব্য করতে লগইন করুন