হে বিদ্রোহী নজরুল
লিখেছেন লিখেছেন কুশপুতুল ২৭ মে, ২০১৪, ০৯:০৫:৫৩ রাত
মিথ্যার সাথে করি না আপোস
সত্যরে করি জয়,
আঘাত আসে আসুক যত
আমরা করি না ভয়।
ন্যায়ের সাথে মেলে না অন্যায়
ভালোর সাথে মন্দ,
এভাবেই চলে মানব জীবন
সাদায় কালোতে দ্বন্দ্ব।
হে কবি নজরুল
মিথ্যারা যাবে জোয়ারে ভেসে
কোথাও পাবে না কূল,
সত্যেরা রবে দাঁড়িয়ে একা
নড়বে না এক চুল।
বিষয়: সাহিত্য
৮৮৬ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নড়বে না এক চুল।
খামচি ///
কোথাও পাবে না কূল,
সত্যেরা রবে দাঁড়িয়ে একা
নড়বে না এক চুল।
মন্তব্য করতে লগইন করুন