গল্পঃ প্রেম স্বীকারোক্তি (৪)
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ২৭ মে, ২০১৪, ০৯:১২:৫৪ রাত
গল্পঃ প্রেম স্বীকারোক্তি (৩)
আগ থেকেই বলেছিলাম, আপনার এতো সময় হবে না। শুরু করার কি দরকার ছিল? অন্য একদিনও তো শুনতে পারতেন। যাই হোক, সব কিছু ছাড়া পড়ে থাকবে, তবু বলি। এক রাতেও শেষ হবার নয় এ কাহিনী।
সবে তো তিনঘন্টা হলো।
বাবাকে বলে বলে একটা মোবাইল কেনালাম।
কি যে বলেন, সে সময় মোবাইল মানে অনেক কিছু। তখন নতুন নতুন মোবাইল উঠেছে বাজারে।
আমি সুযোগ পেলে মোবাইল থেকে শুধু রোবাদের নাম্বারে মিস কল দিতাম।
না, কল দিতে সাহস হতো না। তখনতো প্রতি মিনিট সাত-আট টাকা করে কাটত। বাবা টের পেয়ে যাবে এই ভয়ে মিস কল দিতাম। একদিন, দু’দিন, তিনদিন। তারপরের দিন রোবা আমাকে ম্যাসেজ করল, ‘সামনে আমার পরীক্ষা। পাগলামি করিস না। আমি পড়া-শুনা নিয়ে অনেক ব্যস্ত।’
আমিও রোবার ভালোর জন্য মিস কল বন্ধ করলাম। এদিকে মিলি খালার সাথে রোবার নিয়মিত কথা হতো। আর আমি হতভাগা মিলি খালাকে ফোন দিয়ে শুধু জিজ্ঞাসা করতাম, ‘ও কেমন আছে? ও আসলে আমাকে পছন্দ করে কিনা?’
সদুত্তর আমি পেতাম না। তবে আমার মনে সেই মাইনাস প্লাসের আশা বাসা বেঁধে থাকল।
এরপর আর কি! আমি দশম শ্রেণীতে উঠলাম আর রোবা এস. এস. সিতে গোল্ডেন প্লাসে পাস করল। তারপর একদিন মিলি খালা আমাকে জানিয়ে দিল একটা কথা, যে কথা শুনে আমার হৃদপিণ্ডের স্পন্দন যেন থেমে গেল। আমার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেল কিছু সময়ের জন্য।
মিলি খালা আমাকে বলল, রোবা নাকি আমাকে পছন্দ করে না।
কি বলব ভাই! এই একটা বাক্য, যে বাক্যটা আমার জীবনকে দুঃসহ করে দিল। আমার জীবনের রসকে শুষে নিল। সেই মুহূর্তে মনে হতে লাগল, আমি যেন শেষ। অস্থির হয়ে রোমানকে সাথে নিয়ে এক টোঙ দোকানে গিয়ে পাঁচটা সিগারেট কিনলাম।
সেই থেকে শুরু। আমি আর সিগারেট ছাড়তে পারি নি। সিগারেট নিয়ে চলে গেলাম নানীদের আমবাগানে। শুনেছিলাম সিগারেট খেলে নাকি মনের কষ্ট দূর হয়। কিন্তু কই, প্রথম টানে সিগারেট আমাকে দিল কাশি।
একে একে পাঁচটি সিগারেট শেষ করলাম। তবু বুকের জ্বালা সেদিন মিটল না।
গল্পঃ প্রেম স্বীকারোক্তি (৫)
বিষয়: সাহিত্য
১১২২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন