উঠলো স্বামী গাছে!!
লিখেছেন লিখেছেন কুশপুতুল ১৬ মে, ২০১৪, ০৯:৩৩:০৩ রাত
বউয়ের সাথে ঝগড়া করে
উঠলো স্বামী গাছে,
বউ ছাড়া পাড়ার লোক
সবাই ছিলো কাছে।
স্বামীর কাছে বউটি বলে
"ছাড়বি" কি না বল,
ওমনি স্বামীর চক্ষুজুড়ে
নেমে আসে জল।
বউয়ের সাথে ঝগড়া করে
স্বামীর অনশন,
'করব না আর ঝগড়াঝাটি'
এখন করো পণ!!
বিষয়: বিবিধ
১১৮৯ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বউ আমার একখান
কথায় কথায় অভিমান
নিত্য চায় আদর
আমি এখন কাতর
বল কি করি ?
বউ গলার দরি
যখন দেয় টান
হই অজ্ঞান
যদি সমাধান
থাকে করেন দান
বন্ধু কেন এমন
বলতে লাগে সরম
চাইলাম সমাধান
শেষে করলে অপমান
উঠলো স্বামী গাছে,
বিবি এসে বাবা ডেকে
নামালো গাছ থেকে
শেষ লাইনটা করুণ
বললে যখন স্বামী,
বউটি তখন গদগদ,
বললে এস নামী৷
আবার যখন বউটি রেগে
করলে অনশন,
স্বামী বলে ওগো প্রীয়ে,
করোনা এমন৷
দজ্জাল বউ যদি থাকে
কারও কপাল দোষে,
ভেড়া হয়ে যেন তিনি
সিংহ ঘরে পোষে৷
কুশপুতুলের স্বামী মশায় গাছে উঠে যেতো
কুশপুতুল নিচে বসে দুনয়নে কাঁদতো।
আয়রে স্বামী করেছি পণ আর দেবনা আড়ি,
এবার তবে নেমে আস চলে যাই বাড়ি।
মন্তব্য করতে লগইন করুন