স্মার্টনেসের পরিণতি
লিখেছেন লিখেছেন সোহান আর চৌধুরী ১৬ মে, ২০১৪, ০৯:৪০:২৫ রাত
						 
						 মোঃ আমিনুর। বয়স মাত্র ৩২ বছর।
ডান পায়ে প্রচণ্ড ব্যাথা ও ডান পায়ের বুড়ো আঙুলে পচন রোগ নিয়ে হাসপাতালে ভর্তি....
স্যার বললেন ক্লাসরুমে পড়াবেন;তাই রোগীকে ওয়ার্ড থেকে ক্লাসে আনতে বলা হলো। দেখলাম সে নিজের পায়ে হাটতেও পারছেনা। 
স্কেচে ভর দিয়ে আসলো ক্লাসরুমে।
এই রোগী যে রোগে আক্রান্ত তাকে বলে Peripheral vascular disease (PVD) 
দূরবর্তী অঙ্গ যেমন হাতে /পায়ে রক্ত চলাচল পরিমিত মাত্রায় না হওয়ার ফলে দেখা দেয় পচন; যার প্রধান কারণ মাত্রাতিরিক্ত ধূমপান। 
রোগীর কাছে নেওয়া হিস্ট্রিতে পাওয়া গেলো সে বিগত ১০-১৫বছর ধরে দৈনিক প্রায় ১০-১২টি করে সিগারেট খেতো যার ফলশ্রুতিতে আজ এ অবস্থা।
হেন অবস্থা দেখে বর্তমান তরুণ সমাজের প্রতি করুণা জন্মালো যারা হাইস্কুলের গণ্ডি পেরোনোর আগে ধূমপানকে পরম বন্ধু ও স্মার্টনেসের উপকরণ হিসেবে গ্রহণ করেছে। স্মার্ট দুনিয়ার রঙ্গীন ছোঁয়ায় এরা যেভাবে আচ্ছন্ন হয়ে পড়ছে তাতে ভবিষ্যত  বাংলাদেশের কর্ণধাররা পঙ্গু হিসেবে আবির্ভূত হলে অবাক হওয়ার কিছু নেই........
Sohan R Chowdhury 
• সার্জারী ওয়ার্ড 
-চট্টগ্রাম মেডিকেল 						 
						 
						 
						 
						 
						 
						 
						 
বিষয়: বিবিধ
১২৫০ বার পঠিত, ৩ টি মন্তব্য







































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন