ভাইয়া,সালাম কি দিবেন না.......?????
লিখেছেন লিখেছেন সোহান আর চৌধুরী ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ০২:৫৬:৪৮ দুপুর
একটি ফ্ল্যাটবাসায় স্টুডেন্ট পড়াতাম যেখানে দুইজন সিকিউরিটি গার্ড পালাক্রমে দায়িত্বপালন করে থাকেন, দুজনেই মুসলিম,দাড়িওয়ালা বৃদ্ধ.....
হাই সিকিউরিটি হওয়ায় বহিরাগতদের নাম, মোবাইল নম্বর এন্ট্রি করে প্রবেশ করতে হতো যার কারণে আমি খুবই বিরক্ত হতাম......
শুরুর দিকে কয়েকদিন প্রবেশকালে ঐ দুই সিকিউরিটি গার্ডকে " চাচা " সম্মোধন করে সালাম দিতাম, কুশলাদী জিজ্ঞেস করতাম। এরপরেই দেখি আমি ঢুকামাত্র ওনারাই উল্টো আমাকে সালাম দিয়ে ভালো আছি কিনা জানতে চায়। নাম এন্ট্রি করার তো কোনো বালাই নেই.....
সম্মান জিনিসটা আসলে এরকমই; আপনি আরেকজনে দিলে তিনিও খুশিমনে আপনাকে তা দিবেন। বয়োজোষ্ঠ-নওজোয়ান, ধনী-গরীব এক্ষেত্রে কোন ফ্যাক্টর না। দুদিন আগে শুনলাম সালাম দেওয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের এক ছাত্রের উপর জুলুম করেছে জাহেলিয়াত চর্চাকারীরা। সেক্যুলার রাষ্টেও বোধহয় এমনটা হয়না। এমন কাজ সেইসব মূর্খের দ্বারাই সম্ভব যাদের আত্মসম্মানবোধ বলে কিছু নেই; তাইতো জোর করে সম্মান পাওয়ার চেষ্টা করে ওরা। এর প্রেক্ষিতে আল্লাহর অনুগত বান্দাদের আচরণ কেমন হবে সে সম্পর্কে আল কোরআনের বাণী...
" রহমানের বান্দা তারাই যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মুর্খরা কথা বলে তখন তারা বলে সালাম "
( সূরা ফুরকানঃ ৬৩)
বিষয়: বিবিধ
১৫২১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
( সূরা ফুরকানঃ ৬৩) (Y)
আর সেই সালাম নিয়ে বাংলাদেশে গ্রেফতার হতে হয় জেনে কেবল মনকষ্ট ছাড়া কী পাই???
এই সালামকে এখন অনেকে মনে করছেন নিজের প্রাপ্য বলে!!!১
মন্তব্য করতে লগইন করুন