ইদানিং কলেজ প্রেমের প্রতিযোগিতা
লিখেছেন লিখেছেন সোহান আর চৌধুরী ০৯ জুন, ২০১৪, ০৯:৩৩:৫৬ রাত
আমাদের মেডিকেল হোস্টেলের সামনে একটি বেসরকারী কলেজ হয়েছে বছর কয়েক হলো। সেখানকার ছাত্রদের ভাবসাব আর গেটআপ দেখলে মনে হয় তারা ক্যামব্রীজ,অক্সফোর্ডের স্টুডেন্ট।
ঘটনা যা জানলাম......
মেয়ে ভাগাভাগি নিয়ে নাকি এই কলেজের ছেলেদের মধ্যে মারামারি হয়। কে কাকে অফার দিবে,কাকে গার্লফ্রেন্ড বানাবে এইসব। ইতমধ্যে নাকি এনিয়ে ছুরি মারামারি থেকে পুলিশ কেস পর্যন্ত ঘটনা গড়িয়েছে.......
হুম..!!! রোমাঞ্চকর বটে।
হোস্টেলের সামনের হোটলগুলোতে নাস্তা করার সময় প্রায়শই দেখা হয় এই ছেলেগুলোর সাথে। হাতে এন্ড্রয়েড ফোন,ঠোঁটে সিগারেট আর আলোচনার বস্তু তাদের বান্ধবীরা। দেখে করুণা হয় এই ছেলেদের অভিভাবকদের প্রতি যারা কিছু কুলাঙ্গার জন্ম দিয়ে রঙীন স্বপ্ন দেখছে বাসায় বসে। যথাযথ নৈতিক শিক্ষা না দিয়ে সন্তানের কাছে সৎচ্চরিত্র আশা করা অনৈতিক আচরণ বটে। কলেজের বান্ধবী তো দূরের কথা একই সেকশনে পড়েছে এমন পাঁচটা মেয়ের নামও মনে নেই আমার(হয়তো স্মৃতিশক্তি একটু বেশিই খারাপ )।
আর এইসব পোলাপান দের তাদের বান্ধবীদের আপাদমস্তক বায়োডাটা মুখস্ত।
নাহিদ টাকলাদের কল্যাণে দেশ অনেক এগিয়ে যাচ্ছে বটে। মেধাবীদের সূতিঁকাগারে পরিণত হয়েছে এ বাংলা। আর এ মেধা উতলে পড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নোংরামী আর অসভ্য আচরণে। এই অদম্য মেধাবীরাই যে অদূর ভবিষ্যতে সোনার ছেলে রূপে আবির্ভূত হবে তা সন্দেহের অবকাশ রাখেনা.....
Sohan R Chowdhury
বিষয়: বিবিধ
১৩১৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ উহ্হু ! বড্ড সেকেলে !
মন্তব্য করতে লগইন করুন