সিজদা
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ০৯ জুন, ২০১৪, ০৯:৫০:২৩ রাত

কতদিন কতবার মায়েরই সাথে,
মহান প্রভুর দরবারে করেছি নত শির।
জানিনি কিছু, বুঝিনি কিছু; সেদিন
পরম বিশ্বাসে, অন্তরে ধরেনি কোনো চিড়।
.
ওগো রহীম, ওগো রহ্মান, ওগো প্রভু,
ওগো খালিক, ওগো মালিক সাঁই আমার!
আর কেউ না জানুক, তুমিতো জানো;
শৈশবের ঐ অবোধ প্রেমের জোয়ার।
.
শুধু তোমারি তরে লুটিয়েছি বহুবার
নরম-কোমল জায়নামাজের পট ধরে।
ছিলোনা বিবেক, ছিলোনা জ্ঞান কিছুই!
তবুও, নত ছিলাম এক তোমারি ‘পরে।
.
জানি আমি জানি, মানি আমি মানি
কি হবে সুকঠিন রোজ হাশরের পরে!
ন্যায্য নিক্তি মীযানে, পূণ্যের আকালে
খোঁজ পড়বেই ঐ সিজদাগুলোর তরে।
.
ভয়ার্ত, ক্ষুৎ-পিপাসায় কাতর হাশর মাঠে,
প্রবোধ রুজুর উসিলায় মার্জনা করো
তোমারি যোগ্য-আবেদ বান্দা ঘোষিত করে
সেদিন, পিয়াসী নাজাতের আলোয় ভরো
.
আলো বেগে পার করিও পুলসিরাতের ক্ষন
আর জান্নাতুল ফেরদাউস হোক আবাসভূমি
ছালছাবিলের অমৃত সুধায় আবিষ্ট রেখে,
মহাধন্য করিও সুমধুর দর্শন ও রহম চুমি
_______________________________________________
রচনাকালঃ ০২.০৮.২০১৩ ঈসায়ী
[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
বিষয়: বিবিধ
১১৮১ বার পঠিত, ১২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
বাহ এতো হৃদয়ের ভালোবাসার বহিঃপ্রকাশ।
অনেক শুকরিয়া ভাইয়া।
আল্লাহ্ যেন আমাদের সকলের চাওয়াগুলো কবুল করে নেন! আমীন
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহে ওয়া বারাকাতাহুহ!
খুব ভালো লাগ্লো...
দুয়ার দরখাস্ত রইলো, ভাইয়া।
কিন্তু দাঁত কামড়াচ্ছেন কেন? :
মন্তব্য করতে লগইন করুন