কিভাবে করি সংজ্ঞায়িত!
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ৩১ আগস্ট, ২০১৪, ০৯:২৫:২৯ রাত
কিছু মানুষ কেবল দূর থেকেই ভালোবাসে, বেসেই যায়!
আর, শুধু কথ্য ভালোবেসেই ক্ষান্ত হয়না তারা!
পারলে যেন, হৃদয়পিন্ডের প্রতিটি কৌনিক মেরুকে ভেঙ্গে-চুরে গুড়ো গুড়ো করে হাতে ধরিয়ে দেয় -
ভালোবাসার মহাসমুদ্রের অতল গভীরতা প্রমাণে!
এ সম্পর্ক থাকে অবর্ননীয়, অপ্রকাশ্য, অপ্রতিরোধ্য -
আত্মার সাথে পরমাত্মার যোগসুত্রের বাঁধনে একাকার হয়ে
.
কিছু মানুষের ভালোবাসা পেতে ভালোবাসা দেয়া লাগেনা!
নিঃস্বার্থভাবে কোন কিছুর অবিনিময়েই তারা ভালোবেসে যায় চিরকাল
হেন সিঞ্চিত ভালোবাসা পেতে রক্তের বাঁধনের সাথে একীভূত হতে হয়না; হতে হয়না আপন কেউ!
লাগেনা কোন স্থান, কাল, পাত্র বা মহিমান্বিত সার্টিফিকেট
শুধু "ভালোবাসি তোমায়" এটুকুই যেন পরম আরাধ্য তাদের কাছে
আর কিচ্ছু চাইনা তাদের। না, কিচ্ছুনা! সত্যি বলছি!
.
কিছু মানুষ ভালোবাসে এবং নিখাদভাবেই ভালোবাসে
এটা প্রমানের জন্য নয় যে, দেখো! তোমাকে আমি কত্ত ভালোবাসি!
বরং এটা প্রকাশকরতঃ, আমি তোমাকে শুধুমাত্র এবং একমাত্র আল্লাহ্র সন্তুষ্টির জন্য ভালোবাসি
ভালোবাসি তোমায়; কিছু পেতে নয়, কিছু দিতে - উজাড় করে
সে দেওয়া যেন এক একটি মুক্তোর মালা গড়ে দেয় অবিরাম!
ইয়াকুত পাথর হয়ে মুকুটরুপে সুশোভিত হয় শির সন্নিকটে।
.
কিছু মানুষ যেন এ অদম্য ভালোবাসা মাঝেই প্রাণ পায়
খুঁজে পায় জীবনের যত সার্থকতা - অবগুন্ঠনে, অনিমেষ, অনিবার
অবিরাম চলে এ লুকোচুরি, যেন ভালোবাসার ঘরেই ভালোবাসার ছোট্ট সোনাদের সাথে খেলা করা
নেই কোন ছুটির ঘন্টা এখানে, নেই কোন অলস ক্ষন
প্রতিদিন, প্রতি বেলায়, প্রতি ঘন্টায় চলে এ ভালোবাসার মহড়া
যাতে লভিতে হয়না কোন প্রশিক্ষন, যেন নিজেই নিজের শিক্ষক!
.
কিছু মানুষ ভালোবাসার সুরম্য অট্টালিকা গড়ে তোলে দিনের পর দিন
যার সীমা-পরিসীমা নেই, নেই কোন দৈর্ঘ্য-প্রস্থের বালাই
তির তির করে নীল আসমান পানে উঠতেই থাকে সে রাজপ্রাসাদ, যেন মানবে না মানবীয় পরাজয়
সেখানে ইট-সুরকির প্রতিটি কনা-ই যেন এক একটি ভালোবাসার মতি
এ যেন দুরন্ত-দুর্বার বেগে ভালোবেসে যাওয়ার প্রতিযোগিতা -
যার শেষে পুরস্কারের আশা করেনা কেউ! কখনোই! ভুলেও!
___________________________________________________
রচনাকালঃ ৩০.০৮.২০১৪ ঈসায়ী
[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
বিষয়: বিবিধ
১৫৮৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রানবন্ত এবং ভাষার শৈল্পিক নান্দনিকতায় ভরপুর!
অনেক আনন্দ পেলাম।
ধন্যবাদ আপনাকে।
জাজাকাল্লাহু খাইর।
সুন্দর লিখে যাও শুভকামনা রইলো!
মন্তব্য করতে লগইন করুন