মুসিবত কি এমনিই আসে?

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ৩০ আগস্ট, ২০১৪, ১০:১৫:৪৮ রাত

আল্লাহ যখন আমাকে কোন মুসিবতে ফেলেন তখন বুঝতে হবে:

১. পরীক্ষা করে দেখছেন যে, আমি কেমনতর বান্দা - শোকরগুজারী না অন্য কিছু,

২. ঈমান ও তাওয়াক্কুল এর শিকড় কতটা গভীরে, সেটার মাত্রা পরিমাপ করছেন,

৩. অজস্র গুনাহ রাশি থেকে কিছু গুনাহ মাফ করে নেয়ার সুযোগ করে দিচ্ছেন,

৪. কিভাবে ধৈর্যের চাষ করতে হয় তা শিখার মাধ্যমে, ধৈর্য শক্তিকে বাড়িয়ে দিতে সহায়তা করছেন,

৫. এমন ধরনের পরিস্থিতি সামলানোর মত মানসিকতা তৈরী করে দিচ্ছেন,

৬. ভবিষ্যতের প্রতিকূল পরিস্থিতির জন্য তৈরী করছেন,

৭. সর্বোপরি দুনিয়া ও আখিরাতে সফল হতে সহায়তা করছেন।

রসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন:

→ ‘‘‌ঈমানদার ব্যক্তির উদাহরণ শস্যের নরম ডগার ন্যায়, বাতাস যে দিকেই বয়ে চলে, সেদিকেই তার পত্র-পল্লব ঝুঁকে পড়ে। বাতাস যখন থেমে যায়, সেও স্থির হয়ে দাঁড়ায়। ইমানদারগণ বালা-মুসিবত দ্বারা এভাবেই পরীক্ষিত হন। কাফেরদের উদাহরণ দেবদারু (শক্ত পাইন) বৃক্ষের ন্যায়, যা একেবারেই কঠিন ও সোজা হয়। আল্লাহ যখন ইচ্ছা করেন, তা মূলসহ উপড়ে ফেলেন।’’ [বুখারী: ৭৪৬৬]

→ ‘‘মুমিনের ব্যাপারটি চমৎকার, তার প্রতিটি কাজই কল্যাণের; মুমিন ছাড়া আর কারও জন্য তা হয় না; নেয়ামত অর্জিত হলে কৃতজ্ঞতা প্রকাশ করে, যা তার জন্য মঙ্গলজনক এতে কৃতজ্ঞতার সওয়াব অর্জিত হয়। মুসিবতে পতিত হলে ধৈর্যধারণ করে, তাও তার জন্য কল্যাণকর এতে ধৈর্যের সওয়াব লাভ হয়।’ [মুসলিম:২৯৯৯]

→ "মুমিনকে যেকোনো বিপদই স্পর্শ করুক না কেন আল্লাহ তার বিনিময়ে তার গুনাহ মাফ করে দেন। এমনকি (চলতি পথে) পায়ে যে কাঁটা বিঁধে (তার বিনিময়েও গুনাহ মাফ করা হয়।)" [বুখারী : ৫৬৪০; মুসলিম :৬৭৩০]

→ "হে আবু বকর, আল্লাহ তোমাকে ক্ষমা করুন, তুমি কি অসুস্থ হও না? তুমি কি বিষণ্ণ হও না? মুসিবত তোমাকে কি পিষ্ট করে না? উত্তর দিলেন, অবশ্যই। বললেন: ‘‘এগুলোই তোমাদের অপরাধের কাফফারা-প্রায়শ্চিত্ত।’’ [মুসনাদ আহমাদ: ১/১১]

→ "মহান আল্লাহ্তা'আলা যে ব্যক্তির কল্যাণ চান তাকে বিপদে ফেলেন।" [বুখারী, রিয়াদুস স্বালিহিন, ৩৯]

→ "আল্লাহ্ যখন তাঁর বান্দার কল্যাণের ইচ্ছা করেন তখন দুনিয়াতে তার জন্য তাড়াতাড়ি বিপদ-আপদ নাযিল করে দেন। আর যখন তিনি তাঁর বান্দার অমঙ্গলের ইচ্ছা করেন তখন তাকে গোনাহের মধ্যে ছেড়ে দেন। অবশেষে কিয়ামতের দিন তাকে পাকড়াও করবেন। [তিরমিযী, রিয়াদুস স্বালিহিন, ৪৩]



আলহামদুলিল্লাহ‬ 'আলা কুল্লি হাল

বিষয়: বিবিধ

১৯৯১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259771
৩০ আগস্ট ২০১৪ রাত ১০:৩৭
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো
৩০ আগস্ট ২০১৪ রাত ১০:৫৪
203552
তৌহিদুল ইসলাম তানিন লিখেছেন : যাজাকাল্লাহ Happy
৩১ আগস্ট ২০১৪ রাত ০২:৩৭
203634
সত্যলিখন লিখেছেন : ভাল লাগলো মানে আজ থেকে আর বুড়া মিয়ার মনে আর কোন দুঃখ কষ্ট রইল না
259845
৩১ আগস্ট ২০১৪ রাত ০১:২৪
মাটিরলাঠি লিখেছেন :
Rose Rose Rose Rose
জাজাকাল্লাহু খাইরান। Good Luck Good Luck
৩১ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৪
203978
তৌহিদুল ইসলাম তানিন লিখেছেন : ওয়া ইয়্যাক
Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck
259857
৩১ আগস্ট ২০১৪ রাত ০২:৩৮
সত্যলিখন লিখেছেন :

259861
৩১ আগস্ট ২০১৪ রাত ০৩:১০
সাদিয়া মুকিম লিখেছেন : আলহামদুলিল্লাহ‬ 'আলা কুল্লি হাল সর্বাবস্থায় এটাই যেন হয় আমাদের জবাব! জাঝাকাল্লাহু খাইর! Good Luck
৩১ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৭
203980
তৌহিদুল ইসলাম তানিন লিখেছেন : ইন শা আল্লাহ্‌! Happy Happy বারাকাল্লাহু ফীক Love Struck Love Struck কোথায় হারিয়ে গেলে আপুজ্বী! Worried Worried

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File