নৈতিক অবক্ষয়ে রুচিহীন মানসিকতা
লিখেছেন লিখেছেন ঝরাপাতা ৩০ আগস্ট, ২০১৪, ০৯:২৪:৪৪ রাত
বোন/ভাবী/মা/চাচী/কাজিন/স্ত্রী কে নিয়ে জরুরী কোন কাজে গেলেও শান্তি পাওয়া যায় না। কেমন যেন অস্বস্তি লাগে। ভীষন লজ্জা পেতে হয়। নিজেও এর শিকার আবার অন্যকেও শিকার হতে দেখেছি বহুবার।
#######
@@ রাস্তা কিংবা হাসপাতাল গেলে সব বয়সের পুরুষরা আড় চোখে তাকায়।
@@ রিকসায় চড়লেও একই। বাড়তি হিসেবে আছে বখাটেদের কটুক্তি নয়তো ইভটিজিং।
@@ রেস্টুরেন্টে গেলে বেয়ারাদের কানাকানি। হুশোহুশি।অপ্রয়োজনীয় কথার ফুলঝুরি।
@@ রাস্তায় চললে উঠতি পাতি নেতাদের শকুনে স্বভাবের শিকার। টাকা পয়সা জিনিস পত্র লুটে নেয়ার ধান্ধা পাঁয়তারা। অযথা ঝামেলা বাঁধানো আরো কতো কি??
#######
জাতির বিবেকের কাছে জানতে চাই:::
কোন নারীকে সঙ্গে নিয়ে চললেই কি সবাই প্রেমিকা কিংবা গার্লফ্রেন্ড হয়ে যায়? স্ত্রী হয়ে যায়? আর যদি প্রেমিকা গার্লফ্রেন্ড হয়েই থাকে তবে কি লাজেহালের শিকার হতে হবে??
######
ঐ সকল বখাটে ও দুশ্চরিত্রের লোক গুলোকে বলতে চাই- ছেলে আর মেয়ে একত্রে দেখলেই গার্লফ্রেন্ড বা প্রেমিকা হয়ে যায় না। বখাটে মন্তব্য করা থেকে বিরত থাকতে না পারলে অন্তত মন্তব্য করার আগে ওদের সম্পর্কটা দয়া করে জেনে নেবেন।
######
আসুন, পরস্পরকে সন্মান দিতে শিখি। সভ্য হই। অনৈতিকতা কে না বলি।
বিষয়: বিবিধ
১২৬১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যারা নৈতিকতা বা মুল্যবোধের নামে এই কর্ম করে তাদের মুল্যবোধ ই হাটুর নিচে।
জ্বী ভবিষ্যতে পর্দা করার/করানোর চেষ্টা করবো।
সহমত....
মন্তব্য করতে লগইন করুন